shono
Advertisement

অজ্ঞানতার ফল! অতিরিক্ত কম তাপমাত্রায় সংরক্ষণের ফলে নষ্ট বহু কোভিড ভ্যাকসিন

যান্ত্রিক ত্রুটি, সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের।
Posted: 02:59 PM Jan 20, 2021Updated: 04:40 PM Jan 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র বলছে, ভ্যাকসিন (COVID-19 Vaccine) একেবারে অপচয় চলবে না। সেই লক্ষ্যে আঁটোসাঁটো ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তারপরেও অজ্ঞানতার কারণে নষ্ট হল বহু কোভিড টিকা। ঘটনাস্থল বিজেপিশাসিত রাজ্য অসমের (Assam) শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল। সেখানে নষ্ট হল কোভিশিল্ডের এক হাজার ডোজ। যদিও কর্তৃপক্ষের সাফাই, যান্ত্রিক ত্রুটির জেরেই এই সমস্যা হয়েছে।

Advertisement

কী ঘটেছিল? শিলচর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের স্টোরেজ ইউনিটে ১০০ ভায়াল কোভিশিল্ডের হদিশ মেলে। যেগুলি হিমাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। ফলে টিকাটি আংশিকভাবে জমে যায়। কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়ায় প্রতিষেধকটি। উল্লেখ্য, এই কোভিড ভ্যাকসিন ২-৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করার কথা। সরকারিভাবে গাইডলাইন দিয়ে প্রতিটি হাসপাতালকে এই নিয়মের কথা জানানো হয়েছে। 

[আরও পড়ুন : দুর্বল কৃষকরাই আত্মহত্যা করেন! ফের বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে কর্ণাটকের মন্ত্রী]

তাহলে কীভাবে ঘটল এমন ঘটনা? জবাব দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, “আইস লাইনড রেফ্রিজেরেটারে যান্ত্রিক ত্রুটি রয়েছে। সাধারণত এর তাপমাত্রা ২-৮ ডিগ্রির মধ্যেই রাখা হয়। যদি কখনও এর তাপমাত্রা ২ ডিগ্রির নিচে নেমে যায়, তখন সঙ্গে সঙ্গে  আমাদের কাছে মেসেজ যায়। এবার আমাদের টিকাপ্রদানকারীদের এরকম কোনও মেসেজ পায়নি। হয়তো এটা যান্ত্রিক ত্রুটি।”

তাঁরা আরও জানিয়েছে, “ভ্যাকসিনগুলি রাতে সংরক্ষণ করে রাখা হয়েছিল। রাতারাতি রেফ্রিজারেটরের তাপমাত্রা কমে গিয়ে এই বিপত্তি বাধে।” ফলে তাঁরা সরকারের কাছে নতুন করে এক হাজার ডোজ কোভিশিল্ড চেয়েছে। অসমের স্বাস্থ্যদপ্তরের তরফে ওই হাসপাতালে আরও এক হাজার ডোজ কোভিশিল্ড পাঠানো হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

কোনওভাবেই ভ্যাকসিনের (Corona Vaccine) যাতে অপচয় না হয়, তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র সরকার। আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে তাঁরা। তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে চিন্তিত স্বাস্থ্যবিভাগ। 

[আরও পড়ুন : পরিত্রাতা ভারত! এবার কোভিড টিকা চেয়ে মোদিকে চিঠি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র প্রধানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement