shono
Advertisement
Chhatishgarh

ছত্তিশগড়ের জঙ্গলে ফের IED বিস্ফোরণ! এবার মাও হামলায় জখম ২ কোবরা কমান্ডো

চলতি মাসের শুরুতে বিজাপুরের জঙ্গলে আইইডি বিস্ফোরণে শহিদ হন ৯ জওয়ান।
Published By: Kishore GhoshPosted: 01:55 PM Jan 16, 2025Updated: 02:11 PM Jan 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শুরুতে ছত্তিশগড়ের জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের গাড়িতে আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৯ জওয়ান। এবার অবুঝমাঢ়ের অরণ্যে আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এর জেরে কেউ নিহত না হলেও সিআরপিএফের ‘কোবরা’ বাহিনীর দুই কমান্ডো গুরুতর জখম হয়েছেন বলেই খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মির পাতা আইইডি বিস্ফোরণ হয় অবুঝমাঢ়ের জঙ্গলে। কোবরার ২০৬ ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশবাহিনীর সঙ্গে বাসাগুড়া থানার গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিলেন। তখনই আচমকা ওই বিস্ফোরণ ঘটে। তাতেই গুরুতর জখম হয়েছেন সিআরপিএফের ‘কোবরা’ বাহিনীর দুই কমান্ডো। দ্রুত তাঁদের করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

গত ৬ জানুয়ারি বিজাপুরের কুটরু রোডে আইডি বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন বেশ কয়েকজন ডিআরজি জওয়ান। ভয়ংকর বিস্ফোরণে ৯ জওয়ান শহিদ হন। সম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দাবি করেছেন, মাওবাদী দমনে সাফল্য এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ। যদিও বার বার নকশালপন্থীদের পালটা মারে সেই দাবি নিয়ে প্রশ্ন উঠছে।

কেন্দ্রের রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৬৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮৬১ জন গ্রেপ্তার ও ৭৮৯ জন নকশালপন্থী আত্মসমর্পণ করেছেন। যদিও বহু ক্ষেত্রেই পালটা মার দিচ্ছে তাঁরা। এর ফলেই, শাহ-র দাবি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ৬ জানুয়ারি বিজাপুরের কুটরু রোডে আইডি বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি।
  • কেন্দ্রের রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৬৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।
Advertisement