সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কোটায় মৃত্যু এক ছাত্রীর। তিনি সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়া গুজরাটের বাসিন্দা। বয়স ২৪ বছর। সেখান থেকে কোটায় ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে আসেন। বুধবার সকাল ৯টার দিকে তাঁর বন্ধুরা ডাকাডাকি শুরু করলেও দরজা খোলেনি। তারাই খবর দেয় হস্টেল কর্তৃপক্ষকে। বিস্তর ডাকাডাকির পর ছাত্রী দরজা না খুললে হস্টেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ঘরে ঢোকে। যুবতীকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেন হস্টেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।খবর দেওয়া হয়েছে মৃতার পরিবারে। তাঁদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই নিয়ে চলতি বছরে পাঁচ পড়ুয়া আত্মঘাতী হলেন কোটায়। ১৭ জানুয়ারি ওড়িশার এক তরুণ আত্মঘাতী হন। তার আগের দিনই ওড়িশারই আরেক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তার আগে দুজনের দেহ উদ্ধার করে পুলিশ। এবার বুধবার এক তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ।