shono
Advertisement

চলন্ত অটোতে আগুন, ঝলসে মৃত্যু ৫ যাত্রীর, ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা সরকারের

এই ঘটনায় জখম আরও বেশ কয়েকজন যাত্রী।
Posted: 04:46 PM Jun 30, 2022Updated: 04:46 PM Jun 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত অটোয় অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হল পাঁচ যাত্রীর। জখম হয়েছেন আরও পাঁচ-ছ’জন যাত্রী। তাঁরা প্রত্যেকে স্থানীয় হাসপাতালে ভরতি। নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি।

Advertisement

বৃহস্পতিবার সকালে বেশ কয়েকজন মহিলা শ্রমিক অটোয় চড়ে যাচ্ছিলেন। অটোটি অন্ধ্রপ্রদেশের সত্যসাঁই জেলার তাদিমারি মণ্ডলের চিল্লাকোনদাইয়া পল্লি এলাকা দিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি। সেই সময় একটি হাই টেনশন তার অটোর উপরে ছিঁড়ে পড়ে। সঙ্গে সঙ্গে অটোটিতে আগুন লেগে যায়। অটোয় থাকা যাত্রীদের গায়েও আগুন লেগে যায়। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তাঁরা।

[আরও পড়ুন: জন্ম থেকে নেই দু’হাত, পা দিয়েই ব্ল্যাকবোর্ডে ম্যাজিক দেখান প্রাথমিক শিক্ষক জগন্নাথ]

আচমকা এ ধরনের ঘটনা চোখের সামনে দেখে কার্যত হতবাক হয়ে যান পথচলতিরা। অগ্নিকাণ্ডে গুরুতর জখম অবস্থায় অন্তত ১০-১২ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাণ হারান পাঁচ মহিলা। তাঁরা হলেন – বছর বত্রিশের কান্থাম্মা, ৩৬ বছর বয়সি কুমারী, বছর তিরিশের লক্ষ্মী, পঁয়ত্রিশ বছর বয়সি রামুলাম্মা এবং ৩৪ বছরের রত্নাম্মা। তাঁরা প্রত্যেকে তাদিমারির শ্রী সত্যসাঁই জেলার বাসিন্দা। বাকি প্রত্যেকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রত্যেকেরই ওই হাসপাতালে চিকিৎসা চলছে।

এদিকে, এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানান তিনি। জখমদের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: রেলের নিয়োগেও ‘দুর্নীতি’, কলকাতা হাই কোর্টে মামলা চাকরিপ্রার্থীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement