shono
Advertisement

Breaking News

Chhattisgarh

ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ছত্তিশগড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৫

নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।
Published By: Kousik SinhaPosted: 04:11 PM Dec 07, 2025Updated: 04:11 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল পাঁচজনের। রবিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুর জেলার দুলদুলা থানা এলাকায়। স্থানীয়দের দাবি, গাড়িতে থাকা নিহত পাঁচজন স্থানীয় একটি মেলা থেকে অনুষ্ঠান দেখে ফিরছিলেন। সেই সময়েই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে ভাঙচুর চালায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। যদিও অভিযুক্ত ট্রাক চালক এবং খালাসিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

দুলদুলা থানা এলাকার পাত্রাতোলি গ্রামের কাছে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, উভয়দিক থেকেই গাড়ি এবং ট্রাকটি দ্রুত গতিতে আসছিল। সেই সময় একেবারে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা। অভিঘাত এতটাই ছিল যে, দুর্ঘটনার জেরে গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। শুধু তাই নয়, গাড়িতে থাকা পাঁচজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় বলে দাবি। দুর্ঘটনার পরেই স্থানীয় মানুষজনই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। কোনও রকমে গাড়ির একাংশ কেটে দেহগুলি উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। মৃতরা হলেন রামপ্রসাদ যাদব (২৬), উদয় কুমার চৌহান (১৮), সাগর ত্রিকি (২২), দীপক প্রধান (১৯) এবং অঙ্কিত টিগ্গা (১৭)। পুলিশ সূত্রে খবর, পাঁচজনই বন্ধু বলে জানা গিয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ''নিহতরা সবাই দুলদুলা থানা এলাকার বাসিন্দা। একে অপরের বন্ধু ছিলেন।'' তাঁর কথায়, কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলেই দাবি পুলিশের। অন্যদিকে ঘটনার পরেই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল পাঁচজনের।
  • রবিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুর জেলার দুলদুলা থানা এলাকায়।
  • ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
Advertisement