shono
Advertisement

Breaking News

Mumbai

পর পর গাড়িতে ধাক্কা, মুম্বইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৭, আহত অন্তত ৪০

ব্রেক ফেল হওয়ার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
Published By: Amit Kumar DasPosted: 09:23 AM Dec 10, 2024Updated: 09:32 AM Dec 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে। নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা মারল বাস, পিষে দিল পথ চলতি মানুষকে। মর্মান্তিক এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৪০ জন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাসের ব্রেক ফেল হওয়ার জেরেই এই ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার রাত ৯.৫০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে মুম্বইয়ের কুর্লা পশ্চিম এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে ছুটে চলা বাসটি প্রথমে একটি অটো রিকশাকে ধাক্কা মারে। এর পর ২০০ মিটার দুরত্বের মধ্যে গাড়ি, মোটরসাইকেলে পর পর ধাক্কা মারতে থাকে। পিষে দেয় রাস্তার পাশ দিয়ে চলতে থাকা সাধারণ মানুষকেও। ভয়াবহ এই ঘটনা দেখে ছুটে আসেন আশেপাশের লোকজন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘাতক বাসটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, কোনওভাবে বাসের ব্রেকে কিছু সমস্যা দেখা দেয়। যার ফলে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এই অবস্থায় চালক ব্রেক কষতে গিয়ে ভুল করে এক্সেলেটরে চাপ দিয়ে ফেলেন। তাতেই পরিস্থিতি এত ভয়াবহ আকার নেয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন।

অন্যদিকে, দুর্ঘটনার পিছনে আরও একটি তথ্য উঠে আসছে। দাবি করা হচ্ছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যার জেরেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে চালকের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা মারল বাস।
  • ভয়াবহ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন।
  • বাসের ব্রেকে কিছু সমস্যা দেখা দেয়, যার জেরেই এই দুর্ঘটনা।
Advertisement