shono
Advertisement
AAP

দিল্লিতে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ আপের, সিসোদিয়া ঠাঁই পেলেও বাদ ১৩ বিধায়ক

৩১ জন প্রার্থীর তালিকায় ১৬ জন বিধায়কের নাম কাটা পড়েছে।
Published By: Amit Kumar DasPosted: 02:36 PM Dec 09, 2024Updated: 02:37 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি। সোমবার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে ২০ জনের নাম। যার মধ্যে উল্লেখযোগ্য আবগারি দুর্নীতি মামলায় সদ্য জেলমুক্ত মণীশ সিসোদিয়া। তাঁকে জঙ্গপুরা আসন থেকে প্রার্থী করা হয়েছে। তবে ২০ জনের এই তালিকা থেকে বাদ পড়েছেন গত বারের ১৩ জন বিধায়ক।

Advertisement

আগামী বছর দিল্লির ৭০ আসনে বিধানসভা নির্বাচন। সে কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আম আদমি পার্টি। গত ২২ নভেম্বর প্রথম দফায় ১১ জন প্রার্থীর নাম প্রকাশ করেছিল আপ। সেদিনই ঘোষণা করা হয় আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ হবেন অরবিন্দ কেজরিওয়াল। দ্বিতীয় তালিকায় দেখা গেল এবার বেশিরভাগ নতুন মুখকে জায়গা দিয়েছে আপ। এই তালিকায় উল্লেখযোগ্য অবধ ওঝা। সদ্য আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন এই শিক্ষক। তাঁকে টিকিট দেওয়া হয়েছে পাটপরগঞ্জ থেকে। নরেলা থেকে টিকিট পেয়েছেন দীনেশ ভরদ্বাজ, সুরেন্দর পাল সিং বিট্টুকে টিকিট দেওয়া হয়েছে তিমারপুর কেন্দ্রে। এছাড়া যোগিন্দর সোলাঙ্কি, প্রেম কুমার চৌহান, অঞ্জনা পারচাকে টিকিট দিয়েছে আপ।

আসন্ন নির্বাচনে পুরনো বহু নাম যে ছেঁটে ফেলবে সে আভাষ আগেই দিয়েছিল আপ। সেইমতো এখনও পর্যন্ত ৩১ জন প্রার্থীর তালিকায় ১৬ জন বিধায়কের নাম কাটা পড়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী অতিশীর নাম এখনও ঘোষণা করা হয়নি কোনও আসনে। বাকি ৩৯ আসনে কার কার নাম থাকে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অনুমান করা হচ্ছে তৃতীয় তালিকায় অতিশীকে জায়গা দিতে পারেন কেজরি। উল্লেখ্য, গতবার জঙ্গপুরা আসনের বিধায়ক ছিলেন প্রবীণ কুমার। তাঁর জায়গায় এবার টিকিট দেওয়া হয়েছে সিসোদিয়াকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি।
  • সোমবার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে ২০ জনের নাম।
  • যার মধ্যে উল্লেখযোগ্য আবগারি দুর্নীতি মামলায় সদ্য জেলমুক্ত মণীশ সিসোদিয়া।
Advertisement