shono
Advertisement

Breaking News

Arvind Kejriwal

দিল্লির ভোটে নিরাপত্তায় মোতায়েন গুজরাট পুলিশ! ফুঁসে উঠলেন ক্ষুব্ধ কেজরিওয়াল

দিল্লিতে ইভিএম পাহারার দায়িত্ব দেওয়া হচ্ছে গুজরাট পুলিশকে।
Published By: Subhajit MandalPosted: 10:19 AM Jan 26, 2025Updated: 10:19 AM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির ভোটে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে গুজরাট-সহ একাধিক রাজ্যের পুলিশ বাহিনীকে। যা নিয়ে এবার কমিশনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তব্য, একদিন আগেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কমিশন। অথচ সেই কমিশনই এবার দিল্লির ভোটের জন্য বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আনছে।

Advertisement

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে দিল্লির ভোটে ভিনরাজ্য থেকে ৭০ কোম্পানি পুলিশ এনে মোতায়েন করা হচ্ছে। এর একটা বড় অংশ আসবে গুজরাট থেকে। গুজরাট থেকে আসা পুলিশকর্মীদের পেট্রলিং, খানাতল্লাশি এবং ইভিএমের নিরাপত্তায় ব্যবহার করা হবে। যা নিয়ে এবার ক্ষুব্ধ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমোর প্রশ্ন, দিল্লিতে হচ্ছেটা কী? পাঞ্জাব পুলিশকে সরিয়ে দেওয়া হলে গুজরাট পুলিশ কেন ব্যবহার করা হচ্ছে?

বিধানসভা ভোটের দিন দশেক আগে নির্বাচন কমিশন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারে নির্দেশ দিয়েছে পাঞ্জাব পুলিশকে। আসলে রাজধানীর নিরাপত্তা সরাসরি নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। ভালো করে বলতে গেলে কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্ব অমিত শাহর দপ্তরের। কিন্তু বিজেপির উপর ভরসা করতে না পেরে পাশের রাজ্য পাঞ্জাবের আপ সরকার কেজরিওয়ালকে বাড়তি নিরাপত্তা দিত। কিন্তু দিল্লি পুলিশ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। তারপরই কমিশন কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দেয়।

আপেরর প্রশ্ন, ভিনরাজ্যের পুলিশ রাখা যাবে না, এই অজুহাতে যদি পাঞ্জাব পুলিশকে কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়, তাহলে গুজরাট পুলিশ দিল্লির ভোটে কেন? কমিশন সূত্র অবশ্য বলছে, এটা রুটিন প্রক্রিয়া। সব রাজ্যের ভোটেই কমবেশি ভিনরাজ্যের পুলিশ ব্যবহার করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির ভোটে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে গুজরাট-সহ একাধিক রাজ্যের পুলিশ বাহিনীকে।
  • যা নিয়ে এবার কমিশনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
  • তাঁর বক্তব্য, একদিন আগেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কমিশন।
Advertisement