সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আইআইটি বাবা। এবারের মহাকুম্ভে সবচেয়ে আলোচিত চরিত্রদের অন্যতম। এরোস্পেস ইঞ্জিনিয়ার থেকে তাঁর বৈরাগ্যের পথ বেছে নেওয়ার কাহিনি কার্যতই ভাইরাল। কিন্তু আচমকাই আইআইটি বাবা অদৃশ্য মহাকুম্ভ থেকে! কোথায় গেলেন তিনি? অবশেষে শনিবার ফের দেখা মিলল আইআইটি বাবার। জানালেন, তিনি কুম্ভেই ছিলেন। সেই সঙ্গেই তাঁর দাবি, যেখানে তিনি ছিলেন সেই জুনা আখড়ার ১৬ মাদি আশ্রম থেকে তাঁকে বের করে দেওয়া হয়েছে। আইআইটি বাবার আরও দাবি, তিনি ওই আখড়ার গোপন তথ্য ফাঁস করে দিতে পারেন, এই আশঙ্কা থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সমস্ত সংবাদমাধ্যমে দেখা গিয়েছে আইআইটি বাবাকে। তিনি আইআইটি স্নাতক। কোটি কোটি টাকার চাকরির প্যাকেজকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন হরিয়ানার বাসিন্দা অভয়। সাধু হওয়ার পর তাঁর নাম হয়েছে মাসানি গোরখ। কিন্তু কেন বৈভবের জীবন ছেড়ে পথের ধুলো মেখে ঘুরছেন? সাংবাদিকের প্রশ্নে শিশুর মতো হেসে উঠেছিলেন সন্ন্যাসী। বলেছিলেন,“এটাই সেরা জীবন। জ্ঞানের পিছনে দৌড়তে থাকো। কোথায় আর যাবেন এখানেই আসতে হবে।” তাঁর এমন সহাস্য প্রতিক্রিয়ার ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
তারপর থেকে নানা তথ্য হাতে এসেছে তাঁর বিষয়ে। জানা গিয়েছে, কেবলমাত্র এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরের পড়াশোনাই নয়, পরবর্তীতে ডিজাইনিং নিয়েও পড়াশোনা করেছিলেন কুম্ভমেলার সূত্রে, আপাতত চর্চায় থাকা আইআইটি বাবা ওরফে অভয়। একটা সময়ে পদার্থবিদ্যা পড়াতেন। বোনের কথায় কানাডাও পাড়ি দিয়েছিলেন। কিন্তু কোনও কিছুতেই মন টেকেনি তাঁর। এভাবেই সোশাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে থেকেছেন আইআইটি বাবা। এবার গুঞ্জন ছড়াল তাঁর 'অদৃশ্য' হওয়া নিয়ে।