সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযুক্ত। কিন্তু দু'মাসেরও বেশি সময় ধরে বিদেশে গা ঢাকা দিয়ে রয়েছেন! এমনই বিস্ফোরক অভিযোগ উঠল পাঞ্জাবের আপ বিধায়কের বিরুদ্ধে। এমনকি বিদেশের মাটিতে বসে অভিযুক্ত বিধায়কের সাফ ঘোষণা, জামিন না পেলে ভারতে ফিরবেনই না তিনি। সবমিলিয়ে গোটা ঘটনায় পাঞ্জাব পুলিশের মুখ পুড়ছে।
গত ১ সেপ্টেম্বর পাঞ্জাবের আপ বিধায়ক হরমিত সিং পাঠানমাজরার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়। নির্যাতিতা দাবি করেন, হরমিত নিজেকে ডিভোর্সি হিসাবে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান। এমনকি বিয়েও করেন। তারপরই যৌন নিপীড়ন, অশ্লীল ছবি-ভিডিও পাঠানো শুরু করেন আপ বিধায়ক। কিন্তু আদৌ তিনি ডিভোর্সি নন। ২০২১ সালে হরমিতের বিয়ে হয়েছিল, সেটা বিচ্ছেদ হয়নি। এই বিষয়গুলি জানতে পেরেই পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
প্রাথমিকভাবে হরমিতকে হেফাজতে নেয় পুলিশ। কিন্তু সেখান থেকে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন হরমিত। খবর পেয়ে পাঞ্জাব পুলিশ রওনা দেয় হরিয়ানার করনালের সেই বাড়িতে। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে হরমিতের অনুগামীরা। পাথরবৃষ্টি হয় পুলিশকে লক্ষ্য করে। পুলিশের উপর এই হামলায় হরমিতও যুক্ত ছিলেন বলেই অভিযোগ ওঠে। তবে পুলিশ নাগাল পাওয়ার আগেই অস্ট্রেলিয়ায় পালিয়ে যান পাঞ্জাবের আপ বিধায়ক।
নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করে হরমিতের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র চলছে তাঁর বিরুদ্ধে। নিজের দলের বিরুদ্ধেও তোপ দেগেছেন। এমনকি হরমিত দাবি করেন, ভুয়ো এনকাউন্টার করে তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে। এসবের কারণেই দেশ ছেড়েছেন তিনি। ইতিমধ্যেই হরমিতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে পাটিয়ালার এক আদালত। এহেন পরিস্থিতিতে হরমিতের সাফ দাবি, আদালত তাঁকে জামিন না দিলে তিনি কিছুতেই দেশে ফিরবেন না।
