সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করতে হবে। রবিবার বাড়িতে বসে স্ত্রীর মুখ দেখার চেয়ে বরং অফিসে এসে কাজ করা ভালো। ‘লারসেন অ্যান্ড টুব্রো’ কোম্পানির চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যমের এমন অদ্ভুত দাবি ঘিরে তোলপাড় গোটা দেশজুড়ে। এবার সেই মন্তব্যকে একহাত নিলেন আদর পুনাওয়ালা। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও জানালেন, তাঁর স্ত্রী তাঁর দিকে তাকিয়ে থাকতে বেশ ভালোবাসেন।
ঠিক কী বলেছিলেন এস এন সুব্রহ্মণ্যম? কর্মীদের সঙ্গে একটি বৈঠকের সময়, সুব্রহ্মণ্যম সপ্তাহে সাত দিন তাঁদের কাজের ইচ্ছে থাকার নিদান দিয়েছেন। বহুজাতিক সংস্থার ওই চেয়ারপার্সন রবিবার সহ ৯০-ঘণ্টার কাজের সপ্তাহের পক্ষে কথা বলেছেন। তাঁর কথায়, “আমি আফসোস করি যে, তোমাদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না। আমি যদি তোমাদের রবিবারে কাজ করিয়ে নিতে পারি, তাহলে খুশি হব। ঘরে বসে কী করো তোমরা? কতক্ষণ তোমাদের স্ত্রীদের দিকে তাকিয়ে থাকো?”
এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই সুব্রহ্মণ্যমের মানসিকতা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন অনেকে। দীপিকা পাড়ুকোন বলেছেন, “এই ধরনের সিনিয়র পদে থাকা লোকজনকেও এমন বিবৃতি দিতে দেখে হতবাক হচ্ছি।” এবার সরব হলেন সিরামের মতো বহুজাতিক সংস্থার কর্তা। এক্স হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "আমার স্ত্রী মনে করেন আমি অসাধারণ। তাই রবিবার করে উনি আমার দিকে তাকিয়ে থাকতে খুবই ভালোবাসেন। আমি মনে করি বেশি পরিমাণে কাজের চেয়েও গুরুত্বপূর্ণ হল উৎকৃষ্ট মানের কাজ করা। পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য থাকতে হবে।"
অতীতে কর্মীদের ৭০ ঘণ্টা কাদের নিদান দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ইনফোসিস-এর অন্যতম প্রতিষ্ঠাতা এম নারায়ণমূর্তি। এবার সেরকমই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বহুজাতিক সংস্থার চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যম। এহেন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করিয়ে দিয়েছে, সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ শরীরের পক্ষে বিপজ্জনক।