সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাঠাভূমে ফের রাজনৈতিক সংকট। এবার এনডিএ শিবিরে বিরাট ভাঙনের ইঙ্গিত দিলেন শিবসেনা (ইউবিটি) বিধায়ক আদিত্য ঠাকরে। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর দাবি, 'মহারাষ্ট্রে এনডিএ জোটের ২২ জন বিধায়ক যারা একনাথ শিণ্ডের শিবসেনার সঙ্গে যুক্ত, তাঁরা এখন দেবেন্দ্র ফড়ণবিসের ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এবং দল বদলের জন্য প্রস্তুত।' আদিত্যর এহেন দাবিতে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। যদিও বিরোধী শিবিরের এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ফড়ণবিস।
দীর্ঘ বছর ধরে রাজনৈতিক সংকটে জর্জরিত মহারাষ্ট্র। ২০২২ সালের জুন মাসে শিবসেনায় বিদ্রোহ ঘোষণা করে উদ্ধব ঠাকরের সঙ্গ ছাড়েন একনাথ শিণ্ডে। অর্ধেক বিধায়ক ভাঙিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে নয়া সরকার গঠন করা হয় মুখ্যমন্ত্রী হন একনাথ শিণ্ডে। ২০২৪ সালে শিণ্ডের শিবসেনাকে আসল শিবসেনা বলে স্বীকৃতি দেন স্পিকার ও নির্বাচন কমিশন। এনসিপির শরদ পওয়ারের দলেও একই ঘটনা ঘটে। দল ভেঙে বিজেপির হাত ধরেন অজিত পওয়ার। এর পর ২০২৪-এর বিধানসভা নির্বাচনে এই জোট ফের ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস। তারপর থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল মহারাষ্ট্রে। তবে সেই পরিস্থিতি এবার বদলাতে চলেছে বলে দাবি করলেন ঠাকরে পুত্র।
সোমবার শিণ্ডের নাম না করেই আদিত্য বলেন, ''শাসক জোটের একটি দলের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। একটি গোষ্ঠীর ২২ জন বিধায়ক মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। তাঁদের হাতে বিপুল টাকার অফার রয়েছে। এবং মুখ্যমন্ত্রীর অঙ্গুলিহেলনে নাচছেন এই বিধায়করা। দল ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন।" ঠাকরে আরও বলেন, "এই ২২ জনের মধ্যে একজন আবার নিজেকে 'সহ-অধিনায়ক' বলে মনে করেন।" নাম না নিলেও রাজনৈতিক মহলের দাবি, সহ-অধিনায়ক বলতে শিল্পমন্ত্রী উদয় সামন্তের কথা বলেছেন আদিত্য। যিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন।
যদিও অদিত্য ঠাকরের এই দাবি পুরোপুরি খারিজ করেছেন মুখ্যমন্ত্রী দফড়ণবিস। তিনি বলেন, "যদি উনি এই ধরনের আকাশ-কুসুম দাবি করে থাকেন, তবে আগামীকাল অন্য কেউ দাবি করতে পারেন, আদিত্য ঠাকরের ২০ জন বিধায়কও বিজেপিতে আছেন। ফলে এইসব মন্তব্য পুরোপুরি অর্থহীন।" তিনি স্পষ্ট ভাষায় জানান, বিজেপির অন্য দলের বিধায়কদের নেওয়ার কোনও প্রয়োজন নেই।
