সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ছিলেন এরোস্পেস ইঞ্জিনিয়ার। আর এখন সব মায়া কাটিয়ে মানসিক শান্তির খোঁজে কুম্ভে ঘুরছেন। তিনি ‘আইআইটি বাবা’। তাঁর এই নিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে মহাকুম্ভে ঘোরার ছবি এখন ভাইরাল। এবার সেই ‘আইআইটি বাবা’র পরিবার চাইছে, ঘরের ছেলে ঘরে ফিরুক।
সাধুর বেশে যুবকের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হরিয়ানার ঝাঝরের বাসিন্দা ‘আইআইটি বাবা’র পরিবার জানতে পারে ছেলের কথা। বৃহস্পতিবার পেশায় আইনজীবী বাবা করণ গ্রেওয়াল জানান, “আমি এবং আমার গোটা পরিবার চাই ও বাড়িতে আসুক। ওর মা-ও ওকে আগেই বাড়ি ফিরতে বলেছিল। কিন্তু ওর জবাব, সন্ন্যাস নেওয়ার পর তা আর সম্ভব নয়।”
আইআইটি স্নাতক। কোটি কোটি টাকার চাকরির প্যাকেজ। সেই সবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন হরিয়ানার বাসিন্দা অভয়। সাধু হওয়ার পর তাঁর নাম হয়েছে মাসানি গোরখ। কিন্তু কেন বৈভবের জীবন ছেড়ে পথের ধুলো মেখে ঘুরছেন? সাংবাদিকের প্রশ্নে শিশুর মতো হেসে উঠেছিলেন সন্ন্যাসী। বলেছিলেন,“এটাই সেরা জীবন। জ্ঞানের পিছনে দৌড়তে থাকো। কোথায় আর যাবেন এখানেই আসতে হবে।”
একগাল দাড়ি। কাঁধ অবধি ঝাঁকড়া চুল। লম্বা ছিপছিপে চেহারা। যুবকের চোখেমুখে এক অদ্ভুত প্রশান্তি। সর্বদা হাসছেন। আইআইটি বম্বেতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। কেবলমাত্র এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরের পড়াশোনাই নয়, পরবর্তীতে ডিজাইনিং নিয়েও পড়াশোনা করেছিলেন কুম্ভমেলার সূত্রে আপাতত চর্চায় থাকা আইআইটি বাবা ওরফে অভয়। একটা সময়ে পদার্থবিদ্যা পড়াতেন। বোনের কথায় কানাডাও পাড়ি দিয়েছিলেন। কিন্তু কোনও কিছুতেই মন টেকেনি তাঁর।