shono
Advertisement
Pune

আদালত বন্ধ থাকায় দায়ের হয়নি বিচ্ছেদের মামলা, কোর্ট চত্বরেই আত্মহত্যা যুবকের

স্ত্রীর সামনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন যুবক।
Published By: Subhankar PatraPosted: 05:57 PM Feb 09, 2025Updated: 06:19 PM Feb 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বিবাদ লেগেই ছিল। শনিবার সেই ঝামেলা চরম আকার ধারণ করে। সেদিনই বিবাহবিচ্ছেদের আবেদন জানাতে আদালতে যান তাঁরা। তবে কোর্ট বন্ধ থাকায় আদালত চত্বরে স্ত্রী ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন স্বামী। ভয়ংকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোহেল ইয়েনিঘুরে। বয়স ২৮ বছর। তিনি পুণের পাশানের বাসিন্দা। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না সোহেলের। মাঝেমধ্যেই তাঁদের ঝামেলা লাগত। শনিবার সেই গন্ডগোল চরম পর্যায়ে পৌঁছয়। স্বামী-স্ত্রী সিদ্ধান্ত নেন বিবাহবিচ্ছেদের মামলা করবেন। সেই মতো আদালতের দ্বারস্থ হন তাঁরা। তবে শনিবার হওয়ায় বন্ধ ছিল আদালত। কোর্ট চত্বরে পৌঁছে তাঁদের আবার ঝগড়া বাধে। এরপরই স্ত্রীর সামনেই আদালত চত্বরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সোহেল।

স্থানীয় থানার পুলিশ ইন্সপেক্টর চন্দ্রশেখর সাওয়ান্ত বলেন, "শনিবার আদালত বন্ধ ছিল। যে সময় ঘটনাটি ঘটে তখন আদালত চত্বরে বেশি লোকজন ছিলেন না। স্ত্রীর সামনেই আত্মহত্যা করেন যুবক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বিবাদ লেগেই ছিল। শনিবার সেই ঝামেলা চরম আকার ধারণ করে।
  • সেদিনই বিবাহবিচ্ছেদের আবেদন জানাতে আদালতে যান তাঁরা।
  • তবে কোর্ট বন্ধ থাকায় আদালত চত্বরেই আত্মহত্যা করলেন স্বামী।
Advertisement