shono
Advertisement
Uttar Pradesh

'এক্সিট পোলকে হাতিয়ার করে চক্রান্ত', বিহার ভোটের ফল প্রকাশের আগে বিজেপিকে তোপ অখিলেশের

লখনউয়ে সাংবাদিকদের কাছে এগজিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন সপা সভাপতি।
Published By: Hemant MaithilPosted: 02:59 PM Nov 13, 2025Updated: 04:21 PM Nov 13, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: বিহার নির্বাচনে এনডিএ জোট এগিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। লখনউয়ে তিনি সাংবাদিকদের কাছে এগজিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, এগজিট পোল আসলে ‘অসাধুতার মঞ্চ’ তৈরি করে।

Advertisement

অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন, জনমতকে প্রভাবিত করার জন্য বিজেপি গণমাধ্যমকে ব্যবহার করছে। বিজেপি ক্ষমতা পেতে নানা কৌশল নিচ্ছে। তিনি বলেন, তারা নিজেদের প্রচারেই ব্যস্ত। মানুষের জন্য কোনও কাজই তারা করেনি। আর এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে তুলনায় টেনে আনেন তিনি।

সপা সভাপতি বলেন, সরকার কৃষক ও তাদের সমস্যা নিয়ে কোনও কথা বলে না। সাম্প্রদায়িক আলোচনা ছাড়া এই সরকারের মুখে আর কিছু শোনাও যায় না। অথচ রাজ্যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষকদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। অখিলেশের বক্তব্য, দেশের নতুন প্রজন্ম সহনশীল। তারা গণতন্ত্রে বিশ্বাসী। তাই, তারা চট করে কোনও আন্দোলনে যেতে চান না।

তিনি সরকারের 'স্বদেশী' নীতি নিয়েও কড়া সমালোচনা করেন। অখিলেশ বলেন, এই সরকারের আড়ালে রয়েছে বিদেশ-প্রীতি। তা না হলে চিনের ওপর শুল্ক আরোপ করছে না কেন? কৃষকদের জন্য সব প্রকল্প কেবল ডিজিটাল কাগজেই সীমাবদ্ধ। বাস্তবে কৃষকের জমি, সার এবং শ্রম—সব লুট হচ্ছে।

এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুটান সফর নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন বারবার গোয়েন্দা ব্যর্থতা দেখা দিচ্ছে, এর দায়িত্ব কে নেবে, তা জানতে চেয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন অখিলেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহার নির্বাচনে এনডিএ জোট এগিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।
  • তিনি সরকারের 'স্বদেশী' নীতি নিয়ে কড়া সমালোচনা করেন।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুটান সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
Advertisement