shono
Advertisement

Breaking News

Delhi Blast

জেহাদি ডাক্তারদের চারণভূমি! এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে সাসপেন্ড করল এআইইউ

ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলও পদক্ষেপ করবে এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:23 PM Nov 13, 2025Updated: 09:31 AM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠান নাকি জেহাদি ডাক্তারদের চারণভূমি! দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের রাডারে হরিয়ানার সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে সাসপেন্ড করল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ)। প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে সুপথে থাকতে হবে, এই আদর্শ বহন করে এআইইউ। সংস্থার তরফে জানানো হয়েছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয় আপাতত সুপথে নেই। তাই এআইইউ থেকে তাদের বহিষ্কার করা হল। অন্যদিকে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলও জানিয়েছে তারা পদক্ষেপ করবে এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।  

Advertisement

ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং বেশ কয়েকজন চিকিৎসকের গ্রেপ্তারির সঙ্গেই জড়িয়ে যায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। তারপরই দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সূত্রের খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। যদিও বিতর্কের মাঝে বুধবার মুখ খুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা সাফ জানিয়ে দিয়েছে, ধৃতদের সঙ্গে হাসপাতালের কোনও সম্পর্ক নেই। তাদের দাবি, ধৃতরা ওই হাসপাতালে কাজ করতেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

কিন্তু দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবি এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। গত চার দিনে অন্তত ৮ জন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে। এবং সকলের সঙ্গে কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম।

সেকথা মাথায় রেখেই এআইইউ থেকে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেম্বারশিপ সাসপেন্ড করা হল। এআইইউর নাম বা লোগো ব্যবহার করতে পারবে না আল ফালাহ বিশ্ববিদ্যালয়। যেরকম তদন্ত চলছে তার পাশাপাশি ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলও এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পদক্ষেপ করবে। উল্লেখ্য, ১৯৯৭ থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে কাজ করার পর ২০১৪ সালে আল-ফালাহ বিশ্ববিদ্যালয় তৈরি হয়। কাশ্মীরের একাধিক পড়ুয়া এবং চিকিৎসক এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং বেশ কয়েকজন চিকিৎসকের গ্রেপ্তারির সঙ্গেই জড়িয়ে যায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম।
  • গত চার দিনে অন্তত ৮ জন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে।
  • ১৯৯৭ থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে কাজ করার পর ২০১৪ সালে আল-ফালাহ বিশ্ববিদ্যালয় তৈরি হয়।
Advertisement