shono
Advertisement
Allahabad high court

নৈতিক মূল্যবোধ রক্ষায় লিভ ইন সম্পর্কেও জরুরি নির্দিষ্ট নিয়ম, পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের

একটি প্রতারণার মামলায় অভিযুক্তের জামিন দিতে গিয়ে এমনই পর্যবেক্ষণ আদালতের।
Published By: Subhankar PatraPosted: 11:26 AM Jan 25, 2025Updated: 11:34 AM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ ইন রিলেশনের এখনও সামাজিক স্বীকৃতি নেই। একে অপরের দায়িত্বও খুব সহজেই ঝেড়ে ফেলা যায়। সমাজের নৈতিক মূল্যবোধ রক্ষার জন্য এবার এই সম্পর্কের ক্ষেত্রে কিছু নিয়ম আনার সময় এসেছে বলে পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের। একটি প্রতারণার মামলায় অভিযুক্তের জামিন দিতে গিয়ে এমনই পর্যবেক্ষণ আদালতের।

Advertisement

এলাহাবাদ হাই কোর্টে বিচারপতি নলিনকুমার শ্রীবাস্তবের এজলাসে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগের মামলা ওঠে। অভিযুক্তের লিভ ইন পার্টনার আরও অভিযোগ তোলেন তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে গর্ভপাত করিয়েছেন যুবক। অভিযুক্তের আইনজীবী অভিযোগের বিরোধিতা করেন। পালটা দেন যুবতীর আইনজীবীও। দুই পক্ষের সওয়াল-জবাব শুনে অভিযুক্তের জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত।

জামিন দিলেও বিচারপতি শ্রীবাস্তব তাঁর পর্যবক্ষেণে জানান, ' লিভ ইন রিলেশনে একে অপরের প্রতি কোনও দায়বদ্ধতা নেই। যার ফলে খুব সহজেই ছেড়ে যেতে পারেন তাঁরা। ফলে লিভ ইনের প্রতি আরও প্রবলভাবে আকৃষ্ট হচ্ছে বর্তমান প্রজন্ম। আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে সমাজের নৈতিক মূল্যবোধ রক্ষা করতে লিভ ইন রিলেশনের ক্ষেত্রে নিয়মের বাঁধন থাকা দরকার।'

বারাণসীর সারনাথ থানায় অভিযোগ জানান যুবতী। একাধিক ধারায় মামলা দায়ের হয় অভিযুক্তের বিরুদ্ধে। নিম্ন আদালত যুবকের জামিনের আর্জি খারিজ করে। পালটা হাই কোর্টের দ্বারস্থ হন যুবক। সেখানে জামিন মেলে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লিভ ইন রিলেশনের এখনও সামাজিক স্বীকৃতি নেই। একে অপরের দায়িত্বও খুব সহজেই ঝেড়ে ফেলা যায়।
  • সমাজের নৈতিক মূল্যবোধ রক্ষার জন্য এবার এই সম্পর্কের ক্ষেত্রে কিছু নিয়ম আনার সময় এসেছে বলে মন্তব্য করল এলাহাবাদ হাই কোর্ট।
  • একটি প্রতারণার মামলায় অভিযুক্তের জামিন দিতে গিয়ে এমনই পর্যবেক্ষণ আদালতের।
Advertisement