shono
Advertisement

Breaking News

Pakistan

ভারতে বসে পাক চরবৃত্তি? রাজস্থান থেকে পাকিস্তানে যাওয়ার পথে ধৃত অন্ধ্রের তথ্যপ্রযুক্তি কর্মী

অতীতেও বেআইনিভাবে পাকিস্তানে ঢুকেছেন ওই যুবক।
Published By: Anwesha AdhikaryPosted: 06:14 PM Dec 07, 2025Updated: 06:33 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের টানে পাকিস্তান থেকে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন সীমা হায়দার। এবার উলটো ছবি ধরা পড়ল রাজস্থান সীমান্তে! ধরা পড়লেন অন্ধ্রপ্রদেশের এক তথ্যপ্রযুক্তি কর্মী। প্রাথমিকভাবে তাঁর দাবি, রাওয়ালপিণ্ডিতে থাকা প্রেমিকার সঙ্গে দেখা করার জন্যই সীমান্ত পেরনোর চেষ্টা করছিলেন। তবে আপাতত তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? গত শুক্রবার রাজস্থানের বিকানেরে খাজুওয়ালা সেক্টরে সীমান্ত পেরতে গিয়ে ধরা পড়েন প্রশান্ত বেদম নামে এক ব্যক্তি। বিশাখাপত্তনমের বাসিন্দা প্রশান্ত খাজুওয়ালায় পৌঁছে সেখান থেকে হেঁটে সীমান্ত পেরনোর চেষ্টা করছিলেন। সেখানেই সেনা ছাউনির কাছে ধরা পড়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সেনা আধিকারিকরা প্রশান্তকে তুলে দেন খাজুওয়ালা পুলিশের হাতে। তারপরেই প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য।

প্রশান্তের দাবি, রাওয়ালপিণ্ডির বাসিন্দা প্রতিভার সঙ্গে সোশাল মিডিয়ায় তাঁর আলাপ। বছর দশেক ধরে তাঁদের প্রেমের সম্পর্ক এবং সেকারণেই সীমান্ত পেরতে চেষ্টা করেছেন বলে প্রশান্তের দাবি। উল্লেখ্য, অতীতেও একাধিকবার সীমান্ত পেরিয়েছেন প্রশান্ত। ২০১৭ সালের এপ্রিল মাসে তিনি পাকিস্তানে ঢোকেন এবং ধরা পড়েন। চার বছর পাকিস্তানের জেলে বন্দি থাকার পরে ২০২১ সালে তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাক প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি কর্মী হিসাবে অতীতে চিন এবং আফ্রিকায় কাজ করেছেন প্রশান্ত। বর্তমানে ভারত-পাক অস্থিরতার মধ্যে তাঁর সীমান্ত পেরনোর চেষ্টা যথেষ্ট সন্দেহজনক বলে মনে করছে পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি। তিনি চরবৃত্তির সঙ্গে যুক্ত কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আপাতত জিজ্ঞাসাবাদ করছে প্রশান্তকে। খবর দেওয়া হয়েছে প্রশান্তের পরিবারকেও।

উল্লেখ্য, প্রেমের টানে দু’বছর আগে চার সন্তানকে নিয়ে নেপাল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে এসেছিলেন সীমা। বিয়ে করেছিলেন উত্তরপ্রদেশের শচীন মিনারকে। এখানে এসে হিন্দু ধর্মও গ্রহণ করেন তিনি। তবে তাঁর বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। প্রশান্ত কি নিছকই প্রেমের টানে পাকিস্তান যেতে চান নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ, উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত শুক্রবার রাজস্থানের বিকানেরে খাজুওয়ালা সেক্টরে সীমান্ত পেরতে গিয়ে ধরা পড়েন প্রশান্ত বেদম নামে এক ব্যক্তি।
  • প্রশান্তের দাবি, রাওয়ালপিণ্ডির বাসিন্দা প্রতিভার সঙ্গে সোশাল মিডিয়ায় তাঁর আলাপ। বছর দশেক ধরে তাঁদের প্রেমের সম্পর্ক।
  • বর্তমানে ভারত-পাক অস্থিরতার মধ্যে তাঁর সীমান্ত পেরনোর চেষ্টা যথেষ্ট সন্দেহজনক বলে মনে করছে পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি।
Advertisement