সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যাধিক কাজের চাপ! যে কোনও পরিস্থিতিতে ডেডলাইনের আগে শেষ করতে হবে সমস্ত কাজ! সেই চাপ নিতে না পের উত্তরপ্রদেশে ফের মৃত্যু হল এক বিএলওর। মস্তিক রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের দাবি, এসআইআরের কাজ নিয়ে চাপে ছিলেন তিনি। তাতেই মৃত্যু।
মৃতের নাম লালমোহন সিং। বয়স ৫৮। তিনি উত্তরপ্রদেশের মোদিনগরের নেহরুনগর এলাকার বাসিন্দা ছিলেন। মোদি সায়েন্স ও কর্মাস ইন্টার কলেজে জীববিদ্যার শিক্ষক ছিলেন। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় এলাকার একটি বুথের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। শনিবার প্রবল অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে জানানো হয়, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে তাঁর মৃত্যু হয়েছে।
কলেজের অধ্যক্ষ সতীশচাঁদ আগরওয়াল সাংবাদিকদের বলেন, "লালমোহনবাবু অসুস্থ ছিলেন। এসআইআর প্রক্রিয়ার জন্য বাড়ি বাড়ি যেতে হচ্ছিল। প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, যে কোনও উপায়ে কাজ শেষ করতে হবে।" মোদিনগরের সহকারী পুলিশ কমিশনার অমিত সাক্সেনা বলেন, "মোদিনগরের এসডিএম আমাকে জানিয়েছেন যে এক বিএলও লালমোহন সিংয় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গিয়েছেন। তবে এসআইআরের চাপের জন্য এই মৃত্যু কিনা, খতিয়ে দেখা হচ্ছে।"
উল্লেখ্য, বাংলা -সহ ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে উত্তরপ্রদেশ একটি রাজ্যে। আগেও যোগীরাজ্যে এসআইআরের কারণে বিএলওর মৃত্যুর খবর শিরনামে এসেছে। আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। এবার আরও একবার বিএলওর মৃত্যুতে উঠে এল এসআইআরের অতিরিক্ত চাপের বিষয়।
