সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশের সৈনিক স্কুলে আত্মঘাতী সপ্তম শ্রেনির ছাত্র। নভেম্বরের এক তারিখ সকালে স্কুলের মধ্যেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত ছাত্রের দিদি, স্কুলের অন্যান্য পড়ুয়াদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন।
বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নিহত ছাত্রের দিদি। মিস অরুণাচল ২০২৪ খেতাব জয়ি, তাদু লুনিয়ার দাবি স্কুলের তরফে পরিবারকে জানানো হয় তাঁর ভাই আত্মহত্যা করেছে। যদিও, তাঁর অভিযোগ হোস্টেলের আবাসিক ছাত্ররা এমন কিছু ঘটনার কথা জানিয়েছেন যার কারণে তাঁর ভাই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
লুনিয়া দাবি করেছেন, নিহত ছাত্রের পরিবার হোস্টেলের আবাসিকদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, ৩১ অক্টোবরের রাত ১১টার পরে দশম এবং অষ্টম শ্রেণির ছাত্ররা আসে সপ্তম শ্রেণির ওয়ার্ডে। সেই সময় উপস্থিত ছিলেননা ওয়ার্ডেন। উচু ক্লাসের পড়ুয়ারা এসেই সবাইকে কম্বলে মাথা ঢাকার নির্দেশ দেয়। লুনিয়া জানিয়েছেন, এরপরেই তাঁর ভাইকে নিয়ে যাওয়া হয় দশম শ্রেণির ডর্মিটরিতে।
লুনিয়া নিজের ভিডিওতে বলেছনে, 'এরপরে বন্ধ দরজার পিছনে কী হয়েছে কেউ জানে না।' তাঁর দাবি, ভাইকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে। লুনিয়ার আরও অভিযোগ, একটি বই হারানোর ঘটনায় তাঁর ভাইকে 'চোর' অপবাদ দেওয়া হয়। পাশাপাশি শকলের সামনে ভিডিও দেখিয়ে তাঁকে অপমান করার ভয়ও দেখানো হয়।
মিস লুনিয়া বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে তাঁর ভাই ভোর ছটা নাগাদ হোস্টেলে উদ্বিগ্নভাবে ঘুরে বেড়াচ্ছে। এরপরেই একটি শ্রেণীকক্ষে ঢুকে নিজের শেষ নোটটি লেখেন। নোটে লেখা হয়, 'সিনিয়ররা আমার উপর অত্যাচার করেছে। আমি জানি না আমি এখন কী করব।'
অরুণাচল পুলিশ জানিয়েছে, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে তোলা হবে।
