shono
Advertisement
Arvind Kejriwal

ভোটমুখী দিল্লিতে কেজরিওয়ালের গাড়িতে হামলা! বিজেপির বিরুদ্ধে অভিযোগ আপের

কেজরির গাড়ি বিজেপি কর্মীকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার।
Published By: Amit Kumar DasPosted: 05:55 PM Jan 18, 2025Updated: 05:58 PM Jan 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা। নির্বাচনী প্রচার চলাকালীন কেজরিকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে সেই হামলার ভিডিও প্রকাশ করেছে আম আদমি পার্টি। ঘটনায় সরাসরি গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলেছে আপ। যদিও পালটা তোপ দেগেছে বিজেপি।

Advertisement

এই হামলার পরপরই বিজেপির বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে তোপ দেগেছে আপ। যেখানে তাদের দাবি, 'হারের ভয়ে বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে। নিজেদের গুন্ডাবাহিনীকে ব্যবহার করে কেজরিওয়ালের উপর হামলা করছে ওরা।' এরপরই আপের তরফে অভিযোগ করা হয়, 'নির্বাচনী প্রচার করার সময় অরবিন্দ কেজরিওয়ালের উপর ইট-পাথর দিয়ে হামলা চালায় বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার গুন্ডাবাহিনী। এদের উদ্দেশ্য ছিল যাতে কেজরিওয়ালকে গুরুতর আহত করা যায়, এবং তিনি নির্বাচনী প্রচার না করতে পারেন। তবে বিজেপি, তোমাদের এই হামলায় ভয় পাওয়ার পাত্র কেজরি নন। দিল্লির জনতা তোমাদের এর কড়া জবাব দেবে।'

আপের প্রতিক্রিয়ার পালটা এই ঘটনায় কেজরির দিকেই অভিযোগের আঙুল তুলে সরব হয়েছে বিজেপি। নয়াদিল্লি আসনের বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা অভিযোগ করেন, ''কেজরির কালো রংয়ের গাড়ি আমাদের কর্মীকে ধাক্কা মেরে চলে গিয়েছে। এই হামলার জেরে তাঁর পা ভেঙে গিয়েছে। আমি নিজে তাঁকে দেখতে যাচ্ছে।'' একইসঙ্গে আপকে তোপ দেগে তিনি বলেন, "গত ১১ বছর দিল্লিতে আপের সরকার চলছে। এই দীর্ঘ সময়ে এরা দিল্লিতে দুর্নীতি ছাড়া আর কিছুই করেনি। গোটা দিল্লিকে এরা শেষ করেছে। মানুষের আছে আবেদন এদের এবার উপড়ে ফেলে দিন।''

অন্যদিকে কেজরির উপর হামলার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের দাবি, তাঁর উপর কোনও হামলার ঘটনা ঘটেনি। দিল্লির লালবাহাদুর সদনে অরবিন্দ কেজরিওয়ালের একটি জনসভা ছিল। সেখানে বিজেপির কিছু সমর্থক উপস্থিত হন ও কেজরিকে প্রশ্ন করতে চান। এই ঘটনাতেই দুই তরফের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা।
  • কেজরির গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
  • কেজরির গাড়ি বিজেপি কর্মীকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার।
Advertisement