shono
Advertisement

Breaking News

Assam

দিল্লি বিস্ফোরণকে সমর্থন করে পোস্ট! হিমন্তের 'রোষানলে' গ্রেপ্তার ২১ সন্দেহভাজন

'সন্ত্রাসের সমর্থকদের রেয়াত নয়', কড়া বার্তা হিমন্তের।
Published By: Amit Kumar DasPosted: 06:26 PM Nov 16, 2025Updated: 06:26 PM Nov 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ ও ১৩ মৃত্যুর নিন্দায় সরব গোটা বিশ্ব। ঠিক সেই সময় দেশের অন্দরে এই সন্ত্রাসী হামলার সমর্থন করে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়েছিল কিছু 'ঘরশত্রু'। তাঁদের খুঁজে বের করে কড়া পদক্ষেপ করল অসমের বিজেপি সরকার। সন্ত্রাসের সমর্থনকারী ২১ জনকে গ্রেপ্তার করল অসম পুলিশ। খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই তথ্য প্রকাশ্যে এনেছেন।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা সোশাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করেছিল। যার জেরেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। কড়া ভাষায় পুলিশের তরফে জানানো হয়েছে, "যারা দিল্লি বিস্ফোরণকে সমর্থন করে তাঁদের কোনওভাবে রেয়াত করা হবে না।" পুলিশের তরফে গত বৃহস্পতিবার জানানো হয়েছিল, সন্ত্রাসকে সমর্থনের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার খোদ মুখ্যমন্ত্রী জানান, অভিযুক্তদের সংখ্যা বেড়ে হয়েছে ২১। অসমের দারাং, গোয়ালপাড়া, নলবাড়ি, চিরঙ্গা, কামরূপ, বোঙ্গাইগাঁও, হাইলাকান্দি, লখিমপুর, বারপেটা, হোজাই, দক্ষিণ সালমারা, বাজালি এবং ধুবরি থেকে এই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লার কাছে মেট্রোর সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। তদন্তে জানা গিয়েছে, উমর নামে এক চিকিৎসক বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে গিয়ে তাতে বিস্ফোরণ ঘটায়। দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা ‘হোয়াইট কলার টেরর’-এর ভয়াবহ তথ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ ও ১৩ মৃত্যুর নিন্দায় সরব গোটা বিশ্ব।
  • ঠিক সেই সময় দেশের অন্দরে এই সন্ত্রাসী হামলার সমর্থন করে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়েছিল কিছু 'ঘরশত্রু'।
  • তাঁদের খুঁজে বের করে কড়া পদক্ষেপ করল অসমের বিজেপি সরকার।
Advertisement