shono
Advertisement
Assembly Bypolls Result

মুখ্যমন্ত্রী ওমরের আসনেই তৃতীয় তাঁর দল, রাজস্থানে অস্বস্তিতে বিজেপি, উপনির্বাচনে স্বস্তি খুঁজছে কংগ্রেস

একনজরে ৬টি রাজ্যের ৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল।
Published By: Subhajit MandalPosted: 09:35 AM Nov 15, 2025Updated: 09:35 AM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের ফলাফল নিয়ে উচ্ছ্বাসের মধ্যেই দেশের ৬টি রাজ্যের ৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলে খানিক অস্বস্তিতে বিজেপি। ৮ কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে জয়ী হয়েছে গেরুয়া শিবির। বাকি ৬ কেন্দ্রে জয়ী বিরোধী প্রার্থীরা। তবে একই সঙ্গে উপনির্বাচনের ফল অস্বস্তি বাড়িয়েছে কাশ্মীরের শাসকদল ন্যশনাল কনফারেন্সের।

Advertisement

১১ নভেম্বর বিহার বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রণের পাশাপাশি উপনির্বাচন হয় দেশের ৬টি রাজ্য- রাজস্থান, পাঞ্জাব, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম, এবং ওড়িশা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ২টি বিধানসভা কেন্দ্রে। জম্মু ও কাশ্মীরের বাদগাম কেন্দ্রে জিতেছেন জম্মু-কাশ্মীর পিপল'স্ ডেমোক্র্যাটিক পার্টির আগা সৈয়দ মুনতাজির মেহদি। তাঁর ঠিক পরেই রয়েছে ফারুক আবদুল্লার জেকেএনসি। এই কেন্দ্রটিতে বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন খোদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি দুই কেন্দ্রে ভোটে দাঁড়ান। সেজন্য বদগাম কেন্দ্র থেকে পদত্যাগ করেন। তাঁর ছেড়ে আসা আসনেই দল তৃতীয় স্থানে নেমে এসেছে। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ওমর আবদুল্লা। এছাড়া নাগরোটায় ২৪ হাজার ৬৪৭ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবযানী রানা। দ্বিতীয় স্থানে জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির হর্ষ দেব সিং।

তবে কাশ্মীরে জিতলেও রাজস্থানের ফল চিন্তায় রাখবে বিজেপিকে। দলের বিধায়ক কাঁওয়ারলাল মীনা ফৌজদারি মামলায় জেল যাওয়ায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে। সেখানে আবার বিজেপি নেমে গিয়েছে তৃতীয় স্থানে। সেখানে এ বার জিতেছে কংগ্রেস। দ্বিতীয় নির্দল প্রার্থী। কংগ্রেসের জন্য সুখবর এসেছে তেলেঙ্গানায় জুবিলি হিলস থেকে। ওই কেন্দ্রটি প্রাক্তন শাসকদল বিআরএসের থেকে ছিনিয়ে নিয়েছে হাত শিবির। কংগ্রেস অবশ্য ওড়িশার নুয়াপাড়া আসনের ফলাফলকেও পজিটিভ হিসাবে দেখছে। ওই কেন্দ্রে বড় ব্যবধানে জিতেছে বিজেপি। কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছে কংগ্রেস। নবীন পট্টনায়েকের বিজেডি নেমে গিয়েছে তৃতীয় স্থানে। কংগ্রেসের দাবি, ওড়িশার রাজনীতিতে যে বিরাট বদল আসছে, এটা তার প্রমাণ।

এর বাইরে ঝাড়খণ্ডের ঘাটশিলা জেএমএম, পাঞ্জাবের তরন তারনে আপ এবং মিজোরামের ডাম্পা এমএনএফ পুনর্দখল করেছে। এই কেন্দ্রগুলিতে বিধায়কের মৃত্যুর জন্য উপনির্বাচন হয়। সব মিলিয়ে আট আসনের মধ্যে বিজেপি দুটি এবং কংগ্রেস দুটি আসন জিতেছে। একটি করে আসন জিতেছে আঞ্চলিক দলগুলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহারের ফলাফল নিয়ে উচ্ছ্বাসের মধ্যেই দেশের ৬টি রাজ্যের ৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলে খানিক অস্বস্তি বাড়াল বিজেপির।
  • ৮ কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে জয়ী হয়েছে গেরুয়া শিবির।
  • বাকি ৬ কেন্দ্রে জয়ী বিরোধী প্রার্থীরা।
Advertisement