shono
Advertisement
Maoist

বিজাপুরের জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী গুলির লড়াই, নিহত ১২ মাওবাদী

বুধবার মাঝরাত থেকে গভীর জঙ্গলে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সকালে কোবরা বাহিনীর ২ জওয়ান আহত হয়েছিলেন।
Published By: Sucheta SenguptaPosted: 08:03 PM Jan 16, 2025Updated: 09:36 PM Jan 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে টানা রক্তক্ষয়ী লড়াই ছত্তিশগড়ের বিজাপুরে। যৌথ বাহিনীর সঙ্গে সেই লড়াইয়ে নিকেশ ১২ জন মাওবাদী। এই খবর নিশ্চিত করেছেন এলাকার এক পুলিশকর্তা। বিজাপুরের গভীর জঙ্গলে বুধবার মাঝরাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সকালের দিকে কোবরা বাহিনীর ২ জওয়ান গুরুতর জখম হন। তারপর অভিযান আরও জোরদার করা হয়। দিনভর গুলির লড়াইয়ে অবশেষে ১২ জনকে খতম করে যৌথবাহিনী। তবে জওয়ানদের তরফে নিশ্চিত করা হয়েছে, কোনও জওয়ানের কোনও ক্ষতি হয়নি। সকলেই সুরক্ষিত।  বলা হচ্ছে, এটা যৌথবাহিনীর অন্যতম বড় সাফল্য।

Advertisement

বিজাপুর জেলা পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ডিআরজি বিজাপুর, ডিআরজি সুকমা, ডিআরজি দান্তেওয়াড়া, ২৪, ২০৫,২০৬,২০৮,২১০ নং ব্যাটেলিয়নের কোবরা বাহিনী এবং সিআরপিএফ ২২৯ নং ব্যাটেলিয়ানের জওয়ানদের যৌথ অভিযান চলে বুধবার গভীর রাত থেকে। গোপন সূত্রে খবর ছিল যে দক্ষিণ বস্তারের গভীর জঙ্গলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে। সেই কারণে এই অভিযান। প্রাথমিকভাবে মাওবাদীরা আত্মরক্ষার্থে হামলা চালালেও বাহিনীর তৎপরতায় তারা সকলেই খতম। নিহতদের মধ্যে ২ মহিলাও রয়েছে বলে সূত্রের খবর। অক্ষত বাহিনীর জওয়ানরাও। তবে এরই মাঝে কোবরা বাহিনীর ২ জওয়ান আহত হলে তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

বছরের শুরু থেকেই ছত্তিশগড়ের একাধিক জায়গায় মাওবাদী হামলার ঘটনা ঘটেছে। বিজাপুরের কুটরু রোডে আইডি বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন বেশ কয়েকজন ডিআরজি জওয়ান। ভয়ংকর বিস্ফোরণে ৯ জওয়ান শহিদ হন। সম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দাবি করেছেন, মাওবাদী দমনে সাফল্য এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ। যদিও বারবার নকশালপন্থীদের পালটা মারে সেই দাবি নিয়ে প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement