shono
Advertisement

ফেব্রুয়ারি মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক? জেনে নিন তালিকা

ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন ও নেট ব্যাংকিং পরিষেবা বজায় থাকবে।
Posted: 04:11 PM Jan 31, 2023Updated: 04:12 PM Jan 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংক বন্ধ থাকবে বেশ কয়েক দিন। প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয়, চতুর্থ শনিবারের ছুটি তো রয়েছেই। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে বেশ কিছু ছুটির দিন। সেই দিনগুলিতেও বন্ধ থাকবে ব্যাংক (Bank holiday)। আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

প্রথমে শনি ও রবিবার। ফেব্রুয়ারির ৫, ১২, ১৯, ২৬ পড়েছে রবিবার। এছাড়া ১১ ও ২৫ ফেব্রুয়ারি পড়েছে যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ শনিবার। ওই দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকবে দেশজুড়ে। এই ৬ দিন ছাড়াও বেশ কয়েক দিন ব্যাংক বন্ধ থাকবে দেশের বিভিন্ন প্রান্তে।

[আরও পড়ুন: শেয়ারে বিপুল ধসের ধাক্কা, বিশ্বের ধনীর তালিকায় প্রথম ১০ থেকে ছিটকে গেলেন গৌতম আদানি]

১৫ ফেব্রুয়ারি: মণিপুরের বিখ্যাত উৎসব ‘লুই-গাই-নি’ রয়েছে এই দিন। এই দিন বীজবপণ করা হয়। সেই উপলক্ষে নানা ভাবে উদযাপনে মাতেন রাজ্যের মানুষ। তাই এদিন ব্যাংক বন্ধ থাকবে মণিপুরে।

১৮ ফেব্রুয়ারি: এদিন মহাশিবরাত্রি। দেশের অন্যতম প্রধান হিন্দু উৎসব। এই উপলক্ষে দেশের বহু প্রান্তেই বন্ধ থাকবে ব্যাংক।

২০ ফেব্রুয়ারি: ১৯৮৭ সালে এই দিনই মিজোরাম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। তাই এই দিন ওই রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক।

২১ ফেব্রুয়ারি: এদিন সিকিমে পালিত হয় তিব্বতি নববর্ষ লোসার। এই উপলক্ষে আত্মীয় ও বন্ধুবান্ধবদের বাড়িতে লোক সমাগম হয়। সেই কারণে এদিন বন্ধ থাকবে ব্যাংক।

সব মিলিয়ে রাজ্যে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংক। ফলে সব মিলিয়ে গ্রাহকদের যথেষ্ট হয়রানির সম্ভাবনা আছে। তাই আগেভাগেই ব্যাংকের কাজ মিটিয়ে রাখাই ভাল। উল্লেখ্য, ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন ও নেট ব্যাংকিং পরিষেবা বজায় থাকবে।

[আরও পড়ুন: শিষ্যাকে ধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ড স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর, দিতে হবে জরিমানাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement