shono
Advertisement
Kapil Mishra

'কপিল মিশ্রকে প্রার্থী করা বিরাট ভুল', দলের বিরুদ্ধেই সরব দিল্লির বিজেপি বিধায়ক

কপিলের বিরুদ্ধে নির্দল হয়ে লড়ার ঘোষণা বিজেপি বিধায়কের।
Published By: Amit Kumar DasPosted: 09:03 PM Jan 12, 2025Updated: 09:03 PM Jan 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘৃণা ভাষণের নায়ক কপিল মিশ্রকে টিকিট দেওয়ায় বিজেপির অন্দরে এবার দ্রোহের আগুন। রবিবার দলের তীব্র ক্ষোভ উগরে দিলেন দিল্লির বিজেপি বিধায়ক মোহন সিং বিস্ত। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে তিনি জানালেন, কারাওয়াল নগর কেন্দ্রে কপিলকে প্রার্থী করার সিদ্ধান্ত এক বিরাট বড় ভুল। এবং তিনি যে এই আসন ছাড়বেন না এবং নির্দল হয়ে লড়বেন সেটাও স্পষ্ট করে দিলেন। সবমিলিয়ে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে অন্তর্দ্বন্দ্ব চরম আকার নিল।

Advertisement

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি আসনে একদফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে শনিবার দ্বিতীয় দফায় ২৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই প্রার্থী তালিকায় চমকপ্রদ নাম প্রাক্তন বিধায়ক কপিল মিশ্র। ২০২০ সালে দিল্লিতে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ ছিল এই কপিলের বিরুদ্ধে। তাঁকে এবার দিল্লির কারাওয়াল নগর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্রের বর্তমান বিধায়ক বিজেপির মোহন সিং বিস্ত। আসন্ন নির্বাচনে কপিলের জন্য তাঁর টিকিট কাটা পড়ায় দলের বিরুদ্ধে ঘোষণা করে দিলেন বিস্ত।

দল কপিল মিশ্রকে কারাওয়াল কেন্দ্রে টিকিট দেওয়ায় তিনি বলেন, বিজেপি মনে করে যাকে খুশি দাঁড় করিয়ে দিলেই সে জিতে যাবে। এটা বিজেপির বিরাট বড় ভুল। বুরারি, কারাওয়াল নগর, ঘোন্ডা, সিলামপুর, গোকল্পুরি এবং নন্দ নগরী আসনে কী হতে চলেছে তা ভবিষ্যৎ বলবে। এরপরই দলকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, 'আমি অন্য কোনও আসন থেকে নির্বাচনে লড়ব না। আগামী ১৭ জানুয়ারি কারাওয়াল থেকেই মনোনয়ন জমা দেব। এই কেন্দ্রের জনতা আমাকেই বিধায়ক হিসেবে চান। এলাকার মানুষের ইচ্ছেকে সম্মান দিচ্ছে না দল।' অর্থাৎ কারাওয়াল আসন থেকে নির্দল হয়ে বিধানসভা নির্বাচন লড়ার ঘোষণা করে দিলেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের অন্দরে এমন দ্রোহের আগুন ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে পর পর এই কেন্দ্রে জয় পেয়ে এসেছেন বিস্ত। তবে ২০১৫ সালে কপিল মিশ্রের কাছে হারতে হয় বিস্তকে। তখন আম আদমি পার্টিতে ছিলেন কপিল। পরে ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দেন। যদিও ২০২০ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে আপের প্রার্থী ছিলেন দুর্গেশ পাঠক। তাঁকে হারিয়ে ফের বিধায়ক হন বিস্ত। এবার কপিল মিশ্র এই কেন্দ্রে টিকিট পাওয়ায় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন বিজেপি বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘৃণা ভাষণের নায়ক কপিল মিশ্রকে টিকিট দেওয়ায় বিজেপির অন্দরে এবার দ্রোহের আগুন।
  • রবিবার দলের তীব্র ক্ষোভ উগরে দিলেন দিল্লির বিজেপি বিধায়ক মোহন সিং বিস্ত।
  • কপিলের বিরুদ্ধে নির্দল হয়ে লড়ার ঘোষণা বিজেপি বিধায়কের।
Advertisement