shono
Advertisement
Jan Suraaj

ভোটে ভরাডুবির ধাক্কা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জন সুরাজ প্রার্থীর

ভোটের প্রচারের সময় থেকেই হার্টের সমস্যায় আগে থেকেই ভুগছিলেন।
Published By: Subhajit MandalPosted: 10:27 AM Nov 15, 2025Updated: 10:27 AM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে ভরাডুবির ধাক্কা। নিজের হার, দলের ধরাশায়ী দশা। জোড়া হতাশার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জন সুরাজ প্রার্থীর। ভোটের ফলপ্রকাশের দিন অর্থাৎ শুক্রবার বিকালেই মৃত্যু হয়েছে জন সুরাজের তরাই কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের। বয়স হয়েছিল ৬৩।

Advertisement

তরাই কেন্দ্রের ওই প্রার্থী পেশায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। এলাকার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন। প্রশান্তের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে আসেন। ভোট প্রচারের সময় সাড়াও ফেলেছিলেন। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি। তরাই আসনে চন্দ্রশেখরের ঝুলিতে এসেছে মাত্র ২,২৭১টি ভোট। ওই কেন্দ্রে জিতেছেন বিজেপি প্রার্থী বিশাল প্রশান্ত। দ্বিতীয় মহাগটবন্ধন। ভোটের ফল স্পষ্ট হওয়ার পর বিকাল চারটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবর আসে।

চন্দ্রশেখর সিং অবশ্য হার্টের সমস্যায় আগে থেকেই ভুগছিলেন। ৩১ অক্টোবর প্রচারের মধ্যেই প্রথমবার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল তাঁর। তখন থেকেই তিনি পাটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ভোটের ফল প্রকাশ্যে আসার পর দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের বক্তব্য, ভোটের ফলে ভরাডুবির হতাশা থেকেই সম্ভবত অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের আবহ জন সুরাজ শিবিরে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জোড়া হতাশার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জন সুরাজ প্রার্থীর।
  • ভোটের ফলপ্রকাশের দিন অর্থাৎ শুক্রবার বিকালেই মৃত্যু হয়েছে জন সুরাজের তরাই কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের।
  • তরাই কেন্দ্রের ওই প্রার্থী পেশায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
Advertisement