সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালে ভোটের ফল। তার আগে বিহারে যেন উৎসবের মরশুম। রাস্তাঘাট, চায়ের দোকান, পাড়ার মোড় সর্বত্র একটাই আলোচনা, সরকার গড়বে কে? এসব আলোচনার মধ্যে আবার পোয়াবারো ফুল ও মিষ্টি ব্যবসায়ীদের। শাসক-বিরোধী দুই শিবিরেই সেলিব্রেশনের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু জিতবে কে? দুই শিবিরই আত্মবিশ্বাসী। অন্তত প্রকাশ্যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন।
বিহারে ফের নীতীশ-মোদির ঝড় আসছে। অধিকাংশ সংস্থার এক্সিট পোল বলছে সে কথাই। কিন্তু দেশের অন্যতম জনপ্রিয়, নামী সমীক্ষক সংস্থা অ্যাক্সিস-মাই ইন্ডিয়া খানিকটা হলেও অন্য কথা বলছে। অ্যাক্সিসের সমীক্ষা বলছে, বিহারের লড়াই মোটেই একপেশে নয়। এনডিএ সামান্য এগিয়ে থাকলেও বিহারে লড়াই হতে চলেছে একেবারে সেয়ানে সেয়ানে। যাই হোক অ্যাক্সিসের সমীক্ষাতেও এগিয়ে এনডিএ-ই।
এই এক্সিট পোলের বলে বলিয়ান হয়ে এনডিএ শিবির নিশ্চিত যে জয় তাঁদেরই হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয়ভাবে ৫০১ কেজি লাড্ডুর অর্ডার দিয়েছে বিজেপি। প্রচুর গাদা ফুলও কেনা হচ্ছে। ফুল সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন বিহারের ব্যবসায়ীরা। শেষ ফুল যাচ্ছে কলকাতা বেঙ্গালুরু থেকেও। এ তো গেল বিজেপির কেন্দ্রীয় স্তরের কথা। শাসক জোটের বহু প্রার্থী এবং তাঁদের অনুগামীরা নিজেদের মতো করে আলাদা সেলিব্রেশনের ব্যবস্থা করেছেন। গেরুয়া শিবিরের কর্মীদের কথায়, "ফুল-মিষ্টি, ডিজে, ব্যান্ড সব রেডি। ফলাফল বেরোলেই সেলিব্রেশন শুরু হয়ে যাবে।" এ তো গেল শাসক শিবিরের কথা। বিরোধীরাও হাল ছাড়তে নারাজ। আরজেডি ইতিমধ্যেই এক্সিট পোলের ফলাফল নাকচ করে দিয়েছে। অন্তত প্রকাশ্যে তারা বলছে, এক্সিট পোল মোদি-শাহের নির্দেশিত। আরজেডি নেতারাও নিজেদের মতো করে সেলিব্রেশনের প্রস্তুতি চালাচ্ছে। শোনা যাচ্ছে, লালুর পরিবারের তরফেও ৫০১ কিলো লাড্ডুর অর্ডার দেওয়া হয়েছে। কেনা হচ্ছে ফুল-মালাও।
এসবের বাইরে স্লোগান-পালটা স্লোগান চলছেই। জেডিইউ দপ্তরের বাইরে বড় বড় পোস্টারে নীতীশের ওয়াপসির দাবি করা হয়েছে। অন্যদিকে আরজেডির দাবি, এবার পালাবদল হচ্ছেই। আরজেডি অফিসের সামনে ইতিমধ্যেই তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে পোস্টারও পড়েছে।
