shono
Advertisement

Breaking News

Bihar

বিহারেই সম্ভব! হাসপাতালে রোগীকে 'ঝাড়ফুঁক' তান্ত্রিকের, দাঁড়িয়ে দেখলেন চিকিৎসকরা

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Published By: Amit Kumar DasPosted: 05:20 PM Dec 07, 2025Updated: 05:39 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানকে ফুৎকারে উড়িয়ে হাসপাতালেই তন্ত্রমন্ত্রের আসর! হাসপাতালের এমারজেন্সি ওয়ার্ডে রোগীকে সারাতে চলল ঝাড়ফুঁক। কোনও প্রতিবাদ না করে তান্ত্রিকের এই কুকীর্তি দাঁড়িয়ে দেখলেন সেখানকার চিকিৎসকরা। এমনই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জানা যাচ্ছে, ঘটনাটি বিহারের সমস্তিপুরের।

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের ওয়ার্ডে শুয়ে রয়েছেন একাধিক রোগী। তারই মাঝে এক তান্ত্রিক শুরু করেছেন তন্ত্রক্রিয়া হাতে মালা নিয়ে মন্ত্র পড়ে চলেছেন তিনি। কখনও ঝাড়ু বুলিয়ে দিচ্ছেন রোগীর মাথায়। ওই ওয়ার্ডে চিকিৎসক ও কর্মীরা উপস্থিত থাকলেও তাঁরা কেউ কোনও প্রতিবাদ করছেন না। হাসপাতালের মধ্যেই চিকিৎসা ব্যবস্থাকে ফুৎকারে উড়িয়ে প্রায় ৩০ মিনিট ধরে তান্ত্রিকের এইসব কর্মকাণ্ড।

জানা যাচ্ছে, যে মহিলার উপর এই অবৈজ্ঞানিক ঝাড়ফুঁক চলে তিনি পেটের ব্যাথার সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাৎক্ষণিকভাবে ওষুধ দেওয়া হলেও ওষুধের প্রভাব শুরু হতে কিছুটা সময় লাগে। সেই সময়েই রোগীর পরিজনরা এক তান্ত্রিককে হাসপাতালে ধরে আনেন। এমারজেন্সি ওয়ার্ডেই ওই রোগীর ঝাড়ফুঁক শুরু করেন ওই তান্ত্রিক। সোশাল মিডিয়ায় মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কীভাবে একজন তান্ত্রিককে হাসপাতালে এই সব কার্যকলাপ চালাতে দেওয়া হল? কেন কেউ তাঁকে বাধা দিল না উঠছে প্রশ্ন।

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র বিতর্কের জেরে মুখ খুলেছে বিহারের স্বাস্থ্য বিভাগ। এই ঘটনাকে সম্পূর্ণরূপে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু কীভাবে এই ধরনের কুসংস্কারমূলক কাজ হাসপাতালে ঘটতে দেওয়া হল তার অবশ্য কোনও উত্তর নেই কর্তৃপক্ষের কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চিকিৎসা বিজ্ঞানকে ফুৎকারে উড়িয়ে হাসপাতালেই তন্ত্রমন্ত্রের আসর!
  • হাসপাতালের এমারজেন্সি ওয়ার্ডে রোগীকে সারাতে চলল ঝাড়ফুঁক।
  • কোনও প্রতিবাদ না করে তান্ত্রিকের এই কুকীর্তি দাঁড়িয়ে দেখলেন সেখানকার চিকিৎসকরা।
Advertisement