shono
Advertisement
Bihar SIR

বিহার SIR-এ বেছে বেছে মুসলিম নাম বাদ? কমিশন বলল, 'প্রক্রিয়া নির্ভুল, মিথ্যাচার করেছে বিরোধীরা'

শীর্ষ আদালত আশাবাদী, কমিশন মসৃণভাবেই ভোট করাবে।
Published By: Subhajit MandalPosted: 09:21 AM Oct 17, 2025Updated: 09:21 AM Oct 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে বিরোধী রাজনৈতিক দল এবং কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকে তুলোধোনা করল নির্বাচন কমিশন। গোটা প্রক্রিয়া নির্ভুল ছিল। রাজনৈতিক দল এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন 'মিথ্যাচার' করছে। কমিশনের দাবি, SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে ভোটার তালিকা তৈরি হয়েছে, সেই তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ তুলে একজনও আবেদন করেনি। সেটাই প্রমাণ করে এই তালিকা নির্ভুল।

Advertisement

বিহারে ভোটার তালিকার এসআইআর করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। সেই আবেদন খারিজ করার আর্জি জানিয়ে কমিশন জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বিভিন্ন সময়ে মিথ্যাচার করা হয়েছে। সবটাই করা হয়েছে গোটা SIR প্রক্রিয়াকে কালিমালিপ্ত করার জন্য। কমিশনের দাবি, নিবিড় সংশোধন প্রক্রিয়া যাতে সুনিশ্চিত হয়, সেটা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলি কিছুই করেনি। উলটে বিএলএ নিয়োগে বাধা দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ করেছে, বিহারে খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ৬৫ লক্ষের মধ্যে ২৫ শতাংশ মুসলিম। এবং চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়া ৩.৬৬ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩৪ শতাংশ মুসলিম। যোগেন্দ্র যাদবের অভিযোগ ছিল, সফটওয়্যারের মাধ্যমে বেছে বেছে মুসলিম নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। সেই অভিযোগ উড়িয়ে স্বেচ্ছাসেবী সংস্থাকেই কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, "এই ধরনের দৃষ্টিভঙ্গি মানা যায় না। কমিশনের কাছে ধর্মের ভিত্তিতে ভোটারদের তথ্যই থাকে না।"

মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, "এসআইআর তালিকায় ভোটারদের নামের যে টাইপোগ্রাফিক্যাল এরর আছে। সেগুলি আশা করি সংশোধন করা হবে।" শীর্ষ আদালত আশাবাদী, কমিশন মসৃণভাবেই ভোট করাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে বিরোধী রাজনৈতিক দল এবং কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকে তুলোধোনা করল নির্বাচন কমিশন।
  • রাজনৈতিক দল এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন 'মিথ্যাচার' করছে।
  • কমিশনের দাবি, SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে ভোটার তালিকা তৈরি হয়েছে, সেই তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ তুলে একজনও আবেদন করেনি।
Advertisement