সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত! এমনই অভিযোগ তুলে সরব হল আম আদমি পার্টি। আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আম আদমি পার্টির ভোটারদের। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বৃহত্তর চক্রান্তের অভিযোগ তুলল আম আদমি পার্টি।
শুক্রবার এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে সাংবাদিক বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, "শাহদারা, জনকপুরি, লক্ষ্মীনগর-সহ বেশ কয়েকটি বিধানসভা এলাকায় হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। সেই সংশোধনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে শাহদারা এলাকায় ১১ হাজার ১৮ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জনানো হয়েছে। এই ঘটনায় আমরা ৫০০টি নাম নিয়ে পরীক্ষা চালাই। যার মধ্যে ৭৫ শতাংশ মানুষ ওই এলাকায় বাস করেন। অথচ তাঁদের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে।"
শুধু তাই নয় কেজরিওয়াল আরও অভিযোগ করেন, "গতবার বিধানসভা নির্বাচনে এই শাহদরা থেকে ৫ হাজারের বেশি ভোটে জয় পেয়েছিল আপ। সেখানেই এবার ১১০০০ জনের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র উদ্দেশ্যপ্রণোদিত। যাঁদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে তাঁরা প্রায় সকলের আম আদমি পার্টির ভোটার।" হারের ভয়েই বিজেপি এই সব চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ কেজরির। শুধু তাই নয়, কমিশনকে ওই সমস্ত আবেদন প্রকাশ করার দাবি জানানো হয়েছে। এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে কমিশনের যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে আপ।
উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে গত ২১ নভেম্বর ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আপ। মুখ্যমন্ত্রী মুখ হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল নিজেই। পাশাপাশি লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়লেও বিধানসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা করে দিয়েছে আপ।