shono
Advertisement
CP Radhakrishnan

সাতসকালে বোমাতঙ্ক উপরাষ্ট্রপতির বাসভবনে, চিরুনিতল্লাশি পুলিশ-বম্ব স্কোয়াডের

বাসভবনে বোমা রাখা বলে খবর ছড়ায়।
Published By: Anwesha AdhikaryPosted: 10:22 AM Oct 17, 2025Updated: 11:20 AM Oct 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে বোমাতঙ্ক ছড়াল উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে। জানা গিয়েছে, উপরাষ্ট্রপতির চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখা বলে খবর ছড়ায়। সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয় তল্লাশি। তবে তল্লাশির পর পুলিশের তরফে জানানো হয়, উপরাষ্ট্রপতির বাসভবনে কোনও বিস্ফোরক নেই।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে তামিলনাড়ুর ডিজিপি অফিসে একটি ইমেল আসে। সেই ইমেলে দাবি করা হয়, উপরাষ্ট্রপতির চেন্নাইয়ের বাসভবনে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় পুলিশবাহিনী এবং বম্ব স্কোয়াড। গোটা বাড়িজুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। তবে তল্লাশি শেষে জানা যায়, ওই বাড়িতে কোনও বিস্ফোরক নেই। কে ওই হুমকি ইমেল পাঠিয়েছে, আপাতত সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, উৎসবের মরশুমে দিল্লিতে একাধিকবার বোমাতঙ্ক ছড়িয়েছে। দিল্লি বিমানবন্দর-সহ একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এরপরেই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ প্রশাসন। দিল্লি বিমানবন্দর-সহ রাজধানীর একাধিক জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়। তল্লাশি চালানো হয় দিল্লি বিমানবন্দরেও। এক মাসে একাধিকবার দিল্লিতে বোমাতঙ্ক ছড়িয়েছে।

দিনকয়েক আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল ইমেলে। বিখ্যাত সঙ্গীত পরিচালক ইলায়ারাজার চেন্নাইয়ের স্টুডিওতেও বোমা রাখা হয়েছে বলে হুমকি আসে। গত আট মাসে দিল্লির প্রায় ১৫০ স্কুল এবং কলেজে বোমাতঙ্ক ছড়ানো হয়। ভুয়ো বোমাতঙ্কের হাত থকে নিস্তার পায়নি বিভিন্ন হোটেল এবং দিল্লি হাই কোর্টও। তবে এতগুলি ক্ষেত্রে কোথাও শেষ পর্যন্ত বোমা মেলেনি। তবে উৎসবের মরশুমে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে বারবার বোমাতঙ্ক ছড়ানোয় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সকালে তামিলনাড়ুর ডিজিপি অফিসে একটি ইমেল আসে।
  • উৎসবের মরশুমে দিল্লিতে একাধিকবার বোমাতঙ্ক ছড়িয়েছে। দিল্লি বিমানবন্দর-সহ একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে।
  • দিনকয়েক আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল ইমেলে।
Advertisement