সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট বোনের সঙ্গে খেলছিল ১৩ বছরের নাবালক। কে জানত সেই খেলাই ডেকে আনবে মর্মান্তিক পরিণতি! মধ্যপ্রদেশের ভোপালে বোনের সঙ্গে খেলার সময় গলায় দড়ি জড়িয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। শোকের ছায়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একাই ছিল তারা। বোন কান্নাকাটি করায় তাকে দোলনায় বসিয়েছিল কিশোর। সেই সময় দড়ি গলায় জড়িয়েই মৃত্যু হয় তার। মৃত কিশোরের নাম অর্জুন। দুর্ঘটনার সময় বাড়িতে বড় কেউ ছিলেন না। অর্জুনের মা পরিচারিকার কাজ করেন। ঘটনার দিন ছোট মেয়ের কাছে ছেলেকে রেখে কাজে বেরিয়েছিলেন তিনি। সেই সময় বোন হঠাৎ কেঁদে উঠলে তাকে ভোলাতে দোলনায় বসায় নাবালক। আর তাতেই ঘটে যায় বিপত্তি! তাকে দোল দেওয়ার সময় অসাবধানতাবশত দোলনার দড়ি অর্জুনের গলায় পেঁচিয়ে যায়। দমবন্ধ হয়ে অবচেতন হয়ে পড়ে নাবালক।
অর্জুনদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে অবচেতন অবস্থায় দেখে স্থানীয় এক বালক। সে তার দাদাকে ডেকে আনে। খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই অর্জুনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশও। শনিবার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।