সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ক্যানসার' এবার নিজের লোকেদেরও ধ্বংস করছে! পড়শি দেশ পাকিস্তানকে মারণ রোগ ক্যানসারের সঙ্গে তুলনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। শনিবার মুম্বইতে ১৯তম নানি এ পালখিভালা স্মৃতি বক্তৃতা দেন তিনি। সেই বক্তব্যেই 'শত্রু দেশে'র বিরুদ্ধে চাঁচাছোলা মন্তব্য করেন তিনি।
জয়শংকর বলেন, "আমাদের প্রতিবেশীদের মধ্যে পাকিস্তান হল ব্যতক্রমী, সীমান্তে সন্ত্রাসবাদীদের সাহায্য করছে তারা। যদিও ক্যানসার এখন নিজের শরীরকেই ধ্বংস করছে। এই কারণেই গোটা উপমহাদেশ পাকিস্তানকে অবজ্ঞা করে।" ইসলামাবাদের নেতিবাচক কূটনীতির উলটো দিকে প্রযুক্তি ক্ষেত্রে পশ্চিম বিশ্বের পথে হাঁটবে ভারত, সেকথাও জানান তিনি। জয়শংকর বলেন, "ভারত পশ্চিম নয় কিন্তু পাশ্চত্য সভ্যতার বিরোধী নয়।" দিল্লি নিজেকে 'বিশ্ববন্ধু' হিসেবে তুলে ধরতে চায়। তবে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়, একথাও স্পষ্ট করেন বিদেশমন্ত্রী।
উল্লেখ্য, বিশ্বের কূটনৈতিক আঙিনায় ভারতের গুরত্ব বাড়ছে, এর প্রমাণ শনিবার বেঙ্গালুরুতে খুলল মার্কিন দূতাবাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ও ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি-সহ আরও অনেকে। ভারতের এই পঞ্চম মার্কিন দূতাবাস যে আগামী দিনে দুদেশের সম্পর্ককে আরও মজবুত করবে সেনিয়ে সহমত পোষণ করেন তাঁরা। আর মাত্র দুদিন পরেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন জয়শংকর। তার আগে এই দূতাবাস খুলে যাওয়ায় খুশি দুদেশই।