shono
Advertisement
Indigo

দিনে ৫% লোকসানের সাজা! আটদিন ভোগান্তির পর অবশেষে ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের

বড়সড় জরিমানাও করা হতে পারে ইন্ডিগোকে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:06 AM Dec 09, 2025Updated: 10:06 AM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বিভ্রাট এবং যাত্রী হেনস্তার পর অবশেষে ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, দৈনিক অন্তত ১১০টি উড়ান কেড়ে নেওয়া হতে পারে ইন্ডিগোর থেকে। অন্য যেসমস্ত উড়ান সংস্থার পরিস্থিতি ঠিক আছে, তাদেরকে এই উড়ান পরিচালনার ভার দিতে পারে কেন্দ্র, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত।

Advertisement

মঙ্গলবার দেশের অন্যান্য উড়ান সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। দুপক্ষের আলোচনাতেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, ইন্ডিগোর থেকে কেড়ে নেওয়া ১১০টি উড়ান কোন সংস্থাগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে। সূত্রের খবর, ৫ শতাংশ অর্থাৎ দৈনিক ১১০টি উড়ান আপাতত হারাতে চলেছে ইন্ডিগো। কয়েকদিন পরে আরও ৫ শতাংশ উড়ান কেড়ে নেওয়া হবে ইন্ডিগোর থেকে। গত সাতদিন ধরে বিমানের যাত্রীরা যেভাবে ভোগান্তির মধ্যে পড়েছেন সেটা যেন আর না হয়, তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। উড়ান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড়সড় জরিমানা বসানো হতে পারে। শাস্তি পেতে পারেন আধিকারিকরাও।

সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু। তিনি বলেন, “আমরা পাইলট, বিমানকর্মী এবং যাত্রীদের দেখভাল করে থাকি। এই বিষয়ে সমস্ত বিমান সংস্থাকে স্পষ্ট করে জানানো হয়েছে। ইন্ডিগোর উচিত ছিল ব্যবস্থাপনা সঠিক রাখা। যাত্রীরা ভয়ংকর সমস্যার সম্মুখীন হয়েছেন। আমরা এই পরিস্থিতিকে মোটেই হালকাভাবে নিচ্ছি না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি বিমান সংস্থার জন্য একটি উদাহরণ স্থাপন করব। যদি নির্দেশিকা অমান্য হয়, তবে ব্যবস্থা নেব।”

প্রসঙ্গত, পরিষেবার দিক থেকে ভারতে অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইন্ডিগো। প্রতিদিন উড়ানের সংখ্যা ২৩০০টি। সেই পরিষেবাই সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়েছে গত সাতদিন ধরে। তবে ধীরে ধীরে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলেও যাত্রী ভোগান্তি বহাল। অষ্টম দিন অর্থাৎ মঙ্গলবারেও প্রায় আড়াইশোটি ইন্ডিগোর উড়ান বাতিল হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার দেশের অন্যান্য উড়ান সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
  • উড়ান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড়সড় জরিমানা বসানো হতে পারে। শাস্তি পেতে পারেন আধিকারিকরাও।
  • পরিষেবার দিক থেকে ভারতে অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইন্ডিগো। প্রতিদিন উড়ানের সংখ্যা ২৩০০টি।
Advertisement