shono
Advertisement
Bihar Assembly Election 2025

বিহারে প্রথম দফায় রেকর্ড ভোট, 'পরিবর্তন আসছে', দাবি পিকে-সহ বিরোধীদের

এনডিএ শিবির অবশ্য প্রতিষ্ঠান বিরোধিতার তত্ত্ব মানতে নারাজ।
Published By: Subhajit MandalPosted: 11:29 AM Nov 07, 2025Updated: 03:50 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় বিহারে রেকর্ড ভোটদান। ৭৩ বছরের রেকর্ড ভেঙে ভোট দিয়েছেন বিহারবাসী। ভোটের এই বিপুল হারে উচ্ছ্বসিত বিরোধী শিবির। তাঁদের দাবি, ভোটের এই হারেই স্পষ্ট বিহারে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চরমে। বিহারে পরিবর্তন আসন্ন। জন সুরাজ নেতা প্রশান্ত কিশোরের দাবি, পরিবর্তন যে আসছে, সেটা বিপুল ভোটের হারেই স্পষ্ট।

Advertisement

বিহারে প্রথম দফায় ভোট পড়েছে ৬৪.৬ শতাংশ! বৃহস্পতিবার বিকালে জানানো হয়েছিল, বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ। পরে কমিশন জানিয়েছে ওই ভোটের হার ৬৪.৬ শতাংশ। ২০২০ সালের নির্বাচনে ভোট পড়েছিল ৫৭.২৯ শতাংশ। অর্থাৎ একধাক্কায় প্রায় সাড়ে ৮ শতাংশ বৃদ্ধি। শুধু কুড়ির তুলনায় নয়, গত ৭৩ বছরের মধ্যে ভোটদানের এই হার রেকর্ড। এর আগে ২০০০ সালে ভোট পড়েছিল ৬২ শতাংশ। এবার সেই হারকেও ছাপিয়ে গিয়েছে বিহার।

ভোট বিশেষজ্ঞরা বলে থাকেন, কোনও রাজ্যে ভোটের হার বাড়ার অর্থ সেই রাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। যদিও এই তত্ত্ব সবক্ষেত্রে ধ্রুব সত্যি ধরে নেওয়া যায় না। তবে বিহারের বিরোধীদের দাবি, এই ভোটের হারেই স্পষ্ট এনডিএর বিদায় এবার আসন্ন। প্রশান্ত কিশোর বলছেন, "গত ৩০ বছরে এই যে রেকর্ড হারে ভোট হচ্ছে, সেটাতেই স্পষ্ট বিহারে পরিবর্তন আসছে। ১৪ নভেম্বর নতুন সিস্টেম চালু হবে বিহারে।" একই দাবি, আরজেডি-কংগ্রেসেরও। তাঁরা বলছেন, বিহারের মানুষ বিজেপি-জেডিইউ সরকারের প্রতি যে ক্ষোভ পুষে রেখেছিলেন সেটা ভোটবাক্সে প্রতিফলিত হয়েছে প্রথম দফায়।"

এনডিএ শিবির অবশ্য প্রতিষ্ঠান বিরোধিতার তত্ত্ব মানতে নারাজ। শাসক শিবির বলছে, বিহারের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ এই ভোটের হার। এটা প্রতিষ্ঠানের পক্ষের হাওয়া। আরও একটা তত্ত্ব অবশ্য আছে। সেটা হল, ভোটের হারের এই বৃদ্ধির নেপথ্যে SIR। ভোট বিশেষজ্ঞরা বলে থাকেন, নির্ভুল ভোটার তালিকা ভোট শতাংশের হার বাড়িয়ে দেয়। বিহারেও তাই হয়েছে। তবে সংখ্যার বৃদ্ধিটা কিছুটা হলেও ভাবাবে এনডিএ সরকারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৭৩ বছরের রেকর্ড ভেঙে ভোট দিয়েছেন বিহারবাসী।
  • তাঁদের দাবি, ভোটের এই হারেই স্পষ্ট বিহারে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চরমে।
  • জন সুরাজ নেতা প্রশান্ত কিশোরের দাবি, পরিবর্তন যে আসছে, সেটা বিপুল ভোটের হারেই স্পষ্ট।
Advertisement