হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: বুধবার মহাকুম্ভে পুণ্যের ডুব দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে তিনি একা নন, তাঁর ক্যাবিনেটের ৫৪ জন সদস্যই এদিন অংশ নেবেন পুণ্যস্নানে। এদিন বেলা বারোটা নাগাদ একটি ক্যাবিনেট বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেই বৈঠকশেষে সপারিষদ পুণ্যস্নানে অংশ নেবেন যোগী।
এই প্রথম ক্যাবিনেট সদস্যদের নিয়ে পুণ্যের ডুব দেবেন যোগী, তা নয়। এর আগে ২০১৯ সালের কুম্ভমেলাতেও সঙ্গমে পুণ্যস্নান সারতে দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে ছিলেন আখড়া পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি ও অন্যান্যরাও। বুধবার, বেলা বারোটায় আরাইলের ত্রিবেণী সঙ্কুলে ক্যাবিনেট বৈঠক করবেন যোগী। আগে ঠিক হয়েছিল মেলা কর্তৃপক্ষের অডিটোরিয়ামে ওই বৈঠক হবে। কিন্তু পুণ্যার্থীদের ভিড়কে সমস্যায় না ফেলতেই তাতে বদল করা হয়েছে। জানা যাচ্ছে, ওই বৈঠকে রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এরপর মোটরবোটে করে সঙ্গমে পৌঁছবেন সপারিষদ মুখ্যমন্ত্রী। তারপর সকলে মিলে অংশ নেবেন পুণ্যস্নানে। ক্যাবিনেটের ৫৪ জন সদস্যই থাকবেন যোগীর সঙ্গে। যাঁদের মধ্যে অন্যতম উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক।
এদিকে আগামী ৫ ফেব্রুয়ারি আস্থার ডুব দিতে মহাকুম্ভে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াগরাজে গঙ্গাপুজো করার পাশাপাশি অমৃতস্নান করবেন প্রধানমন্ত্রী। এছাড়া সেখানে অস্থায়ী আখড়ায় থাকা সাধুদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে জানা যাচ্ছে। শুধু প্রধানমন্ত্রী নন, মহাকুম্ভে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এছাড়াও এই বিরাট ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও।
উল্লেখ্য, জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে সেই শিবরাত্রি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ফের অমৃতস্নানের যোগ রয়েছে চলতি মাসের ২৯ তারিখ মৌনি অমাবস্যা, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমী, ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে।