shono
Advertisement

Breaking News

Chirag Paswan

কেন্দ্রীয় মন্ত্রিত্বের সঙ্গে চাই উপমুখ্যমন্ত্রী পদও! 'ছোট্ট' চিরাগের বড় দাবি মানবে এনডিএ?

মন্ত্রিসভা নিয়ে দর কষাকষি শুরু করে দিলেন বিহারের এলজেপি সুপ্রিমো চিরাগ পাসওয়ান।
Published By: Anustup Roy BarmanPosted: 07:52 PM Nov 09, 2025Updated: 07:52 PM Nov 09, 2025

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: নির্বাচনের আগে আসনরফা নিয়ে এনডিএ শরিকদের সঙ্গে দড়ি টানাটানিতে নেমেছিলেন। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবার নির্বাচন চলাকালীন মন্ত্রিসভা নিয়ে দর কষাকষি শুরু করে দিলেন বিহারের এলজেপি সুপ্রিমো চিরাগ পাসওয়ান।

Advertisement

রবিবার দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিনে তিনি জানান, এনডিএ ক্ষমতায় এলে তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হতে চান না। তবে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর মতো অনেকেই আছেন তাঁর দলে। শেষ দফার ভোটের আগে প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্রের মন্তব্য অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে।

কেন্দ্রের তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী তিনি। মোদির স্নেহভাজন চিরাগ পাসওয়ান। কয়েক বছরের রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্যের পরিচয় দিয়েছেন। তাই বিহারে এনডিএ মন্ত্রিসভা গঠন করলে অকারণ দরকষাকষি করে আনুগত্যে ফাটল ধরাতে চান না। এদিন তা আরও একবার স্পষ্ট করলেন চিরাগ। কিন্তু উপ মুখ্যমন্ত্রীর পদের দাবি যে তিনি জানাবেন তাও জানিয়ে দিলেন।

এদিন তিনি জানান, বিহারের যে ২৯টি আসনে এলজেপি প্রার্থী দিয়েছে সবকটিতেই জয়ী হওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত। এও নিশ্চিত, এনডিএ ক্ষমতায় আসছে। দল ভালো ফল করলে অবশ্যই উপমুখ্যমন্ত্রী পদ দাবি করবেন। কিন্তু তিনি নিজে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে আসবেন না। এই প্রসঙ্গে চিরাগের মন্তব্য, "প্রধানমন্ত্রী আমাকে বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব ছেড়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা প্রকাশ করেছেন।" পাশাপাশি তাঁর দল যে উপ মুখ্যমন্ত্রী পদের দাবিদার তাও জানিয়ে রাখলেন চিরাগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসনরফা নিয়ে এনডিএ শরিকদের সঙ্গে দড়ি টানাটানিতে নেমেছিলেন।
  • পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
  • কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হতে চান না।
Advertisement