সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর সঙ্গে পুরনো ঝামেলা! নাবালককে বাড়ি থেকে নিয়ে গিয়ে বাবার লাইন্সেসপ্রাপ্ত বন্দুক থেকে গুলি করার অভিযোগ একাদশ শ্রেণির দুই পড়ুয়ার বিরুদ্ধে। দুই অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত নাবালক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সেক্টর ৪৮-এর সেন্ট্রাল পার্ক রিসোর্টে। আহত নাবালকের পরিবার জানিয়েছে, শনিবার রাতে তাঁদের ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার এক নাবালক বন্ধু। আহত কিশোর প্রথমে যেতে চায়নি। কিন্তু বারবার ডাকার পর সে বন্ধুর সঙ্গে বেরিয়ে যায়। বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া বন্ধু তাঁর বাবার ভাড়ার ফ্ল্যাটে নিয়ে যায় কিশোরটিকে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের এক বন্ধু। সেও নাবালক বলে জানা গিয়েছে।
অভিযোগ, এরপরই বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক বার করে বন্ধুর উপর গুলি চালায় এক বন্ধু। গুলি চলার শব্দ শুনে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। দুই বন্ধুর নামে থানায় অভিযোগ জানিয়েছেন আহত কিশোরের মা। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, পুরনো কোনও শত্রুতার জেরে এই কাণ্ড ঘটিয়েছে দুই নাবালক। তাঁদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
