সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ শারীরিক অসুস্থতায়, পড়াশোনায় অসুবিধা! সুইসাইড নোট লিখে নয়ড়ায় আত্মঘাতী নাস্তকোত্তরের দ্বিতীয় বর্ষেরর ছাত্র। তবে নোটে শুধু লিখেছেন, 'আমি আর পারলাম না।' তাঁর বন্ধুরা জানিয়েছেন অসুস্থতায় ভুগছিলেন তার জেরেই এই সিদ্ধান্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম কৃষ্ণকান্ত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দ। নয়ড়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তরের পড়াশোনা করেছিলেন। বন্ধুর সঙ্গে থাকতেন হস্টেলেই। শনিবার রাতে দেহ উদ্ধার হয় ঘর থেকে। পাশেই একটি সুইসাইড নোট পান তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে লেখা, 'আমি আর পারলাম না। দয়া করে আমার দেহ ও আমার অন্যান জিনিসগুলি আমার পরিবারের হাতে তুলে দেবেন। অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার কলেজে যাননি কৃষ্ণকান্ত। হস্টেলেই ছিলেন। বিকেল নাগাদ কৃষ্ণকান্তের বাবা তাঁর বন্ধুদের ফোন করে তাড়াতাড়ি হস্টেলে যেতে বলেন। তিনি আশঙ্কা করেছিলেন ছেলে চরম কোনও পদক্ষেপ নিতে চলেছেন। এরপরই তারা বিষয়টি হস্টেলের অন্য ছাত্রদের বিষয়টি জানান। তারা গিয়ে দেখেন রুম ভিতর থেকে বন্ধ। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন সিলিংয়ে ঝুলছেন কৃষ্ণকান্ত। এরপর পুলিশে খবর দেন তাঁরা।কৃষ্ণকান্তের বন্ধুরা জানাচ্ছেন , তিনি মেধাবী পড়ুয়া ছিলেন। কিন্তু অনেকদিন ধরে শারীরিক অসুস্থায় ভুগছিলেন। তদন্তে নেমে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
