shono
Advertisement

মেট্রোর মহিলা আসনের পিছনে কন্ডোমের বিজ্ঞাপন! বিতর্কের মাঝে কী জানাল কর্তৃপক্ষ?

কী বলছে নেটিজেনরা?
Posted: 12:51 PM Aug 12, 2022Updated: 12:58 PM Aug 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্ডোমের বিজ্ঞাপন ঘিরে ফের চর্চায় দিল্লি মেট্রো (Delhi Metro)। মহিলা আসনের পাশে কেন এই বিজ্ঞাপন, তা নিয়ে টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। কেউ আবার সপক্ষে যুক্তি দিয়েছেন। যদিও মেট্রোর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সরানো হয়েছে ওই বিজ্ঞাপন।

Advertisement

বিষয়টা ঠিক কী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, মেট্রোর মহিলা আসনে বসে কয়েকজন। তাঁদের পিছনে একটি কন্ডোমের বিজ্ঞাপন। DMRC কে ট্যাগ করে সেই ছবি টুইট করে কেউ লেখেন,”দ্রুত পদক্ষেপ করুন।” কেউ আবার লেখেন, “দিল্লি মেট্রো.. খুব প্রগতিশীল হয়ে উঠেছে। মহিলা আসনের পিছনে কন্ডোমের বিজ্ঞাপন কেন? এটা আপনাদের দোষ নয়। কিন্তু জানা উচিৎ, এই দেশে দিনের বেলা টিভিতে ও কন্ডোমের বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ।”

[আরও পড়ুন: অনুব্রতর গ্রেপ্তারির পর থেকেই থমথমে বীরভূম, বন্ধ জেলা তৃণমূল নেতাদের ফোন, অনেকে নিরুত্তর]

কেউ আবার এতে বিতর্কের কিছুই খুঁজে পাননি। একদল টুইটে লিখেছেন, “সমস্যাটা কোথায়? এরকম কোনও নিয়ম নেই।” সব মিলিয়ে কন্ডোমের বিজ্ঞাপনকে কেন্দ্র করে জোর চর্চা চলছে। যদিও ইতিমধ্যেই দিল্লি মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই বিজ্ঞাপনটি পুরনো এবং তা আগেই সরানো হয়েছে।

 

 

[আরও পড়ুন: এবার অনুব্রতকে ‘বেডরেস্টে’র পরামর্শ দেওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে হানা সিবিআইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement