shono
Advertisement

Breaking News

Delhi Red Fort Blast

দিল্লি বিস্ফোরণ নিয়ে সর্বদল বৈঠক চায় কংগ্রেস, সংসদের শীতকালীন অধিবেশন এগিয়ে আনার দাবি

পবন খেরার দাবি, সরকারের মধ্যে কারোর উচিত এই ঘটনার দায় নেওয়া।
Published By: Anustup Roy BarmanPosted: 06:08 PM Nov 13, 2025Updated: 07:40 PM Nov 13, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণের আবহে অবিলম্বে সর্বদলীয় বৈঠকের দাবি জানাল কংগ্রেস। পাশাপাশি, আগাম সংসদ অধিবেশন ডাকার দাবি জানাল তারা।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার এই আরজি জানিয়েছে কংগ্রেস। তাঁদের দাবি, দিল্লি বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দ্রুত সর্বদল বৈঠক ডাকা। তাঁদের প্রশ্ন, পহেলগাঁও আক্রমণের পরে সন্ত্রাসবাদী আক্রমণের বিষয়ে সরকারের ভাবনা এখনও একই আছে কিনা। এখানেই থামেনি কংগ্রেস। সংসদের শীতকালীন অধিবেশনের তারিখ এগিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে। কংগ্রেসের দাবি, তারিখ এগিয়ে আনলে দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে সংসদে বিতর্ক সম্ভব।

মুম্বাই আক্রমণের পরে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল পদত্যাগ করেন। সেই কথা মনে করিয়ে কংগ্রেস নেতা পবন খেরার দাবি, সরকারের মধ্যে কারোর উচিত এই ঘটনার দায় নেওয়া। তিনি বলেন, 'জঙ্গি হামলার সময় আমরা সবসময় সরকারের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু আমাদের কর্তব্য হল এটি কার ব্যর্থতা এবং এর দায় কে নেবে সেই প্রশ্ন তোলা।' কংগ্রেসের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকা হোক। খেরা বলেন, 'আমরা সংসদ অধিবেশন এগিয়ে আনার দাবি জানাচ্ছি। এটি একটি গুরুতর চ্যালেঞ্জ এবং সংসদে এই নিয়ে আলোচনা করা উচিত।'

খেরা মনে করিয়ে দেন, পহেলগাঁও এবং অপারেশন সিন্দুরের পরে, সরকার জানায় যে কোনও সন্ত্রাসবাদী হামলাকে দেশের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। তাঁর প্রশ্ন সরকার এখনও তাই মানে কি না।

কেন্দ্রীয় সরকার লাল কেল্লার কাছে বিস্ফোরণকে 'সন্ত্রাসবাদী হামলার ঘটনা' হিসাবে অভিহিত করেছে বুধবার। এই ঘটনায় ১৩ জন নিহত হন। ভুটান থেকে ফিরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেন মোদি। সেখানে তদন্তকারী সংস্থাগুলিকে 'সর্বোচ্চ পেশাদারিত্বের' সঙ্গে এই হামলার তদন্ত করার নির্দেশ দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবিলম্বে সর্বদলীয় বৈঠকের দাবি জানাল কংগ্রেস।
  • আগাম সংসদ অধিবেশন ডাকার দাবি জানাল তারা।
  • বৃহস্পতিবার এই আরজি জানিয়েছে কংগ্রেস।
Advertisement