shono
Advertisement

ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সংকট! উদ্বেগ প্রকাশ করে মোদিকে চিঠি সোনিয়ার

'আয়ুষ্মান ভারত প্রকল্পে এই মারণ রোগের চিকিৎসা হোক', প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস সভানেত্রীর।
Posted: 02:29 PM May 22, 2021Updated: 02:42 PM May 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার পর দেশজুড়ে নয়া আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস (Mucormycosis)। কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যগুলিকে মহামারী আইনের অধীনে এই রোগকে মহামারী ঘোষণা করার নির্দেশ দিয়েছে। অথচ, এর চিকিৎসা নিয়ে এখনও বিস্তর গাফিলতির অভিযোগ উঠছে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তরফে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে না। ইতিমধ্যেই এই অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার সুরেই কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর দাবি, কেন্দ্রকে এই মারণ রোগের চিকিৎসা সামগ্রী সরবরাহ করার ব্যপারে দ্রুত পদক্ষেপ করতে হবে। এবং এই রোগের চিকিৎসা করাতে হবে প্রধানমন্ত্রীর মস্তিস্কপ্রসূত ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্পের আওতায়।

Advertisement

শনিবার কংগ্রেস সভানেত্রী ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungas) নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। সোনিয়ার বক্তব্য, “ভারত সরকার সদ্যই মিউকরমাইকোসিসকে মহামারী ঘোষণার নির্দেশ দিয়েছে। যার অর্থ, এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের যথেষ্ট উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থাপনা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আশা করব যাদের প্রয়োজন তাঁরা নিখরচায় এই রোগের চিকিৎসা করতে পারবেন। আমি যতদূর জানি, লিপোসর্নাল অ্যাম্ফোটেরিসিন ই-১ (Liposornal Amphotericin-E1) এই রোগের চিকিৎসার অতি প্রয়োজনীয় একটি ওষুধ। অথচ, বাজারে এই ওষুধটির চরম সংকট তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই মারণ রোগটির চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে করা হয় না। উপরন্তু অধিকাংশ বিমা সংস্থার স্বাস্থ্য বিমাতেও এই রোগটির চিকিৎসার দায়িত্ব নেওয়া হয় না। আপনার কাছে আমার অনুরোধ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করুন।”

[আরও পড়ুন: মেলেনি প্রমাণ, বড়সড় ঘুষকাণ্ডে লালুপ্রসাদ যাদবকে রেহাই দিল সিবিআই!]

ঘটনাচক্রে দিন দুই আগেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সংকট নিয়ে সরব হয়েছিলেন। তাঁকে বলতে শোনা যায়, ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধ দেওয়া হবে তা পাওয়া যাচ্ছে না। এগুলি কেন্দ্রের ভান্ডারে থাকে। অথচ, কেন্দ্র তা আটকে রেখেছে। কেন্দ্রের এই ভূমিকা কোভিড পরিস্থিতিতে আরও সংকট তৈরি করছে। কার্যত মমতার সেই সুরই প্রতিধ্বনিত হল সোনিয়ার গলায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement