shono
Advertisement

মূল্যবৃদ্ধি-বেকারত্বের প্রতিবাদ, মোদির বাড়ি ঘিরতে চায় কংগ্রেস

রাষ্ট্রপতি ভবন পর্যন্তও মিছিল করবে কংগ্রেস।
Posted: 09:46 PM Jul 30, 2022Updated: 09:50 PM Jul 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূল্যবৃদ্ধি (Price Hike), বেকারত্বকে হাতিয়ার করে নিজেদের মরা গাঙে জোয়ার আনতে চাইছে কংগ্রেস। ৫ আগস্ট থেকে দেশজুড়ে আন্দোলনে ঝাঁপাচ্ছে তাঁরা। লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বাসভবন ঘেরাও করবেন কংগ্রেস কর্মীরা।

Advertisement

৫ আগস্ট দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস (Congress)। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য এবং বর্ষীয়ান নেতারা ‘প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও’ কর্মসূচিতে থাকবেন। রাষ্ট্রপতি ভবন পর্যন্তও মিছিল ‘চলো রাষ্ট্রপতি ভবন’ কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যসভা এবং লোকসভার কংগ্রেস সাংসদরা। এছাড়া রাজ্যে-রাজ্যে রাজভবন ঘেরাও কর্মসূচি করবেন বিধায়ক, এমএলসি এবং প্রাক্তন সাংসদরা।

[আরও পড়ুন: গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার লক্ষ-লক্ষ টাকা, হাওড়ায় আটক ভিনরাজ্যের তিন বিধায়ক]

প্রসঙ্গত, মূল্যবৃদ্ধি- বেকারত্বের বিরুদ্ধে সংসদে বারবার সরব হয়েছেন কংগ্রেস সাংসদরা। বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ডও হয়েছেন কংগ্রেসের ৪ সাংসদ-সহ মোট ২৭ বিরোধী সাংসদ। বিরোধীদের চাপে শেষপর্যন্ত সোমবার সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে সরকার পক্ষ বলেই সূত্রের খবর। এরমাঝেই একই ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের পথে হাঁটছে কংগ্রেস।

প্রসঙ্গত, গতবারের বাজেট অধিবেশেন একটানা ২৭ দিন ও চলতি অধিবেশেন একটানা ১০ দিন মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে প্রায় সমস্ত বিরোধিরা নোটিস দেওয়ার পরে সরকারপক্ষের তরফ থেকে আলোচনায় রাজি হওয়ার বিষয়টিকে নিজেদের বড় জয় হিসেবেই দেখছে বিরোধী শিবির। মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবিকে কেন্দ্র করেই চলতি অধিবেশনে সংসদের দুই কক্ষ থেকে ২৭ জন সাংসদকে সাসপেন্ড করার পরেও বিরোধিরা যেভাবে অনড় অবস্থান নিয়েছিল, তাতেই শেষ পর্যন্ত সরকারের টনক নড়েছে বলেই দাবি বিরোধিদের। জানা গিয়েছে, আলোচনার পর জবাবী ভাষণ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সেই আলোচনার আগেই সরকারের উপর চাপ বাড়াতে একগুচ্ছ বিক্ষোভ কর্মসূচি নিল হাত শিবির। 

[আরও পড়ুন: শান্তিনিকেতনের বাগানবাড়ি ‘অপা’র মালিক পার্থ ও অর্পিতাই, প্রকাশ্যে এল দলিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement