shono
Advertisement

COVID-19: আরও কমল দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা, ঊর্ধ্বমুখী সুস্থতার হার

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৫৮৭ জন।
Posted: 09:45 AM Jun 18, 2021Updated: 09:58 AM Jun 18, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ঢেউয়ের শেষপথে মাঝে কয়েকদিন দেশের করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। তবে শুক্রবার তা আবার নিম্নমুখী। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus)আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০জন। মৃত্যু হয়েছে ১৫৮৭ জনের। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬, অর্থাৎ ৮ লক্ষেরও কম। গত ৭৩ দিনে এটাই সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ৯৭৭ জন। সুস্থতার হার এই মুহূর্তে ৯৬ শতাংশেরও বেশি।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭। কোভিডের (COVID-19) কোপে প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা ক্রমশ কমতে থাকায় তা করোনা যুদ্ধে ভারতের (India)  অগ্রগতিকেই চিহ্নিত করছে বলে মত স্বাস্থ্যমহলের। এখনও পর্যন্ত দেশের ২৬ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৩৯৯ জনের টিকাকরণ হয়েছে।

[আরও পড়ুন: ভক্তদের জন্য কবে খুলতে পারে পুরীর মন্দির? কী বলছে কর্তৃপক্ষ?]

করোনার দ্বিতীয় ঢেউয়ে শেষ দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রাজধানী দিল্লি-সহ একাধিক রাজ্য আনলকের পথে। আবার চেনা ছন্দে ফিরছেন সকলে। শারীরিক দূরত্ববিধি বজায় রাখার মতো কয়েকটি অবশ্যপালনীয় কর্তব্যের জন্য প্রচারও চলছে জোরকদমে। চলছে টিকাকরণ (vaccination)। দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। আপাতত তিনটি করোনা টিকা মিলছে দেশের বাজারে। টার্গেট, ডিসেম্বরের মধ্যে টিকাকরণের কাজ সম্পূর্ণ করার। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে, এই কাজে আরও গতি না আনলে সময়ের মধ্যে টিকাকরণ সম্পূর্ণ করা কঠিন। 

[আরও পড়ুন: পর্যটকদের জন্য বন্ধ গোয়ার দরজা! জেনে নিন কবে ঘুরতে যাওয়া সম্ভব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement