দেশের করোনা গ্রাফে উদ্বেগ অব্যাহত, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট, দিল্লিতে ফের বাধ্যতামূলক মাস্ক

10:00 AM Aug 12, 2022 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের রাজধানী দিল্লিতে ওমিক্রনের নয়া উপপ্রজাতির প্রকোপ বাড়তে শুরু করেছে। যার জেরে দিল্লি তো বটেই গোটা দেশেই নতুন করে ঊর্ধ্বমুখী সংক্রমণ। গতকালই রাজধানীতে ফের মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। দিল্লির পাশাপাশি অন্য কয়েকটি রাজ্যও উদ্বেগ বাড়াচ্ছে। সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে পজিটিভিটি রেট। যা কিনা এখনও প্রায় সাড়ে পাঁচ শতাংশ।

Advertisement

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬১ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.৪৪ শতাংশ। যা রীতিমতো উদ্বেগজনক। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ২৩ হাজার ৫৩৫ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৮ শতাংশ।

Advertising
Advertising

[আরও পড়ুন: ত্রিপুরায় ফের আক্রান্ত কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মন, ইটের আঘাতে ফাটল মাথায়, কাঠগড়ায় বিজেপি]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। যা কমবেশি আগের মতোই। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৯২৮। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। তবে সবচেয়ে উদ্বেগের জায়গা দিল্লি। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৭০০-র বেশি। 

[আরও পড়ুন: চালক মদ্যপ, গুজরাটে কংগ্রেস বিধায়কের জামাইয়ের গাড়ির ধাক্কায় মৃত ৬]

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৫ লক্ষ ৭৩ হাজার ৯৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৭ কোটি ৪৭ লক্ষ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ১৭ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৪ হাজার জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Advertisement
Next