shono
Advertisement

Coronavirus: দেশের করোনা পরিসংখ্যানে ফের উদ্বেগ, একদিনে আক্রান্ত ২০ হাজারের বেশি

গত ২৪ ঘণ্টায় অনেকটা বেড়েছে মৃতের সংখ্যাও।
Posted: 09:54 AM Aug 05, 2022Updated: 09:54 AM Aug 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে দিন দু’য়েক দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় খানিক স্বস্তি মিলেছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গতকাল আক্রান্তের সংখ্যাটা ২০ হাজারের সামান্য কম ছিল। এদিন সেটাও পেরিয়ে গেল। যার অর্থ গত দু’দিনে দেশে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারেরও বেশি।

Advertisement

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন। ফলে দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৪৮৮ জন। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৫ হাজার ৩৬৪ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।

[আরও পড়ুন: বিজেপির হর্সট্রেডিং ধরেছে বাংলা, হুঁশ নেই কংগ্রেসের: মমতা]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৭০ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬০০। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান।

[আরও পড়ুন: খারিজ জামিনের আবেদন, হাথরাস ষড়যন্ত্র মামলায় জেলেই থাকতে হবে সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে]

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৪৫ হাজার ৬২৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৫ কোটি ৫৯ লক্ষ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৩৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ১১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement