shono
Advertisement
Jharkhand

মাওবাদী ঘাঁটি ঝাড়খণ্ডে উদ্ধার সিআরপিএফ জওয়ানের দেহ, তদন্তে পুলিশ

ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে সিআরপিএফ ক্যাম্পে কর্তব্যরত ছিলেন রাজেশ।
Published By: Subhodeep MullickPosted: 06:45 PM Nov 08, 2025Updated: 06:45 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী ঘাঁটি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গল থেকে উদ্ধার হল এক সিআরপিএফ জওয়ানের দেহ। মৃত জওয়ানের নাম রাজেশ কুমার (৫২)। তিনি সিআরপিএফ-এর ১৯৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সূত্রের খবর, ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে সিআরপিএফ ক্যাম্পে কর্তব্যরত ছিলেন রাজেশ। শনিবার সকালে অপর এক জওয়ান ক্যাম্পের ভিতরে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাওবাদী ঘাঁটি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গল থেকে উদ্ধার হল এক সিআরপিএফ জওয়ানের দেহ।
  • মৃত জওয়ানের নাম রাজেশ কুমার (৫২)। তিনি সিআরপিএফ-এর ১৯৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
  • কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement