সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। তার পরেই 'যুদ্ধ' লেগে গেল দক্ষিণ ভারতের দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে। বিশ্বজয়ী তরুণ দাবাড়ু আসলে কার 'ঘরের ছেলে', সেই নিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন এম কে স্ট্যালিন এবং এন চন্দ্রবাবু নায়ডু। তারপর থেকেই গুকেশের (D Gukesh) পরিচয় নিয়ে দুভাগ হয়ে গিয়েছে নেটদুনিয়া।
সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডি গুকেশ। ১৪ গেমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চিনের ডিং লিরেনকে ফাইনালে হারিয়েছেন তিনি। তারপর থেকেই তরুণ দাবাড়ুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা। সেই তালিকায় ছিলেন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও। দুজনেই গুকেশকে নিজের 'ঘরের ছেলে' বলে শুভেচ্ছাবার্তা জানান। স্ট্যালিনের মতে, গুকেশ তামিল। অন্যদিকে নায়ডুর মতে, বিশ্বজয়ী দাবাড়ু আসলে তেলুগু।
সেখান থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তরজা। নেটিজেনদের একাংশের দাবি, গুকেশ চেন্নাইয়ের বাসিন্দা। তাঁকে যথেষ্ট সাহায্য করা হয়েছে তামিলনাড়ু সরকারের তরফে। আবার অন্যদের মতে, তামিলনাড়ুর বাসিন্দা হলেও তেলুগু জাতির সন্তান গুকেশ। সেই জাতিপরিচয় মোটেই অস্বীকার করা যায় না। সবমিলিয়ে গুকেশের জাতি পরিচয় নিয়ে হইচই নেটদুনিয়ায়।
আসলে গুকেশের পরিচয় কী? জানা গিয়েছে, জাতিগতভাবে তিনি তেলুগু। কিন্তু তাঁর জন্ম এবং বেড়ে ওঠা তামিলনাড়ুর চেন্নাইতে। সেখানেই মাত্র ৮ বছর বয়সে ফিডে রেটিং অর্জন করেছিলেন গুকেশ। কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা হলেও জাতিগতভাবে গুকেশ তামিল নন। যদিও সেই যুক্তি মানতে নারাজ নেটিজেনদের একাংশ। তবে অনেকের মতে, জাতি পরিচয়কে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। গুকেশ একজন ভারতীয়। গোটা দেশকে গর্বিত করেছে তাঁর ঐতিহাসিক সাফল্য।