সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ। পুলিশ সেজে দেরাদুনের ব্যবসায়ীকে প্রায় আড়াই কোটি টাকার প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার বছর উনিশের তরুণ। সাম্প্রতিক সময়ে প্রযুক্তির দুনিয়ায় ‘অভিশাপ’ হয়ে উঠেছে ডিজিটাল অ্যারেস্ট। অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ।
জানা গিয়েছে, ধৃত নীরজ ভাট সাইবার অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। বহুদিন ধরেই জালিয়াতি দলের হয়ে কাজ করত সে। এই প্রতারণার ক্ষেত্রেও পরিকল্পনা করে আটঘাট বেঁধে ময়দানে নামে নীরজ। গত সেপ্টেম্বর মাসে ওই ব্যবসায়ীকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে সে। নিজেকে মুম্বই পুলিশের সাইবার অপরাধ ব্রাঞ্চের তদন্তকারী অফিসার হিসাবে পরিচয় দেয়। ব্যবসায়ীকে বলে, "আপনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রমাণ রয়েছে আমাদের কাছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাচার হয়েছে। আপনি যদি এই তথ্য কাউকে বলেন তাহলে আপনাকে জেলে যেতে হতে পারে।"
এই কথা শুনে স্বাভাবিকভাবেই ঘাবড়ে যান ওই ব্যবসায়ী। আর নীরজ পুলিশের উর্দিতে থাকায় তিনিও বিশ্বাস করে নেন। রেহাই পাওয়ার কী পথ জানতে চান। তখনই আসল খেলা খেলে নীরজ। বেশ মোটা টাকা দেওয়ার কথা বলে সে। এমনকি তদন্ত শেষ হয়ে গেলে সব টাকা ফেরত দিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। বাঁচতে সেই কথায় রাজি হয়ে যান ওই ব্যবসায়ী। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ কোটি ২৭ লক্ষ টাকা দেন তিনি। এই গোটা সময় তদন্তের স্বার্থে কাউকে কিছু না জানানোর কথা বলে নীরজ। কিন্তু সম্প্রতি সমস্ত টাকা হাতিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সে। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই প্রতারিত ব্যবসায়ী। অভিযোগ দায়ের করে এই সমস্ত কথা জানান তিনি। এরপর তদন্তে নেমে গত শনিবার রাজস্থানের যোধপুর থেকে অভিযুক্ত নীরজকে গ্রেপ্তার করা হয়। সোমবার এই সমস্ত ঘটনা সংবাদ মাধ্যমে জানায় উত্তরাখণ্ড পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শাখা।
সাম্প্রতিক সময়ে ডিজিটাল অ্যারেস্ট মাথাব্যথার কারণ হয়ে উঠেছে কেন্দ্রের। যেখানে ভিডিও কলে নিজেকে পুলিশ বা সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিক বলে দাবি করে প্রতারকরা। এরপর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বা হবে বলে দাবি করা হয়। অনেকেই এই তোপ গিলে ফেলেন। রেহাই পেতে সমস্ত কিছু মেনে নিয়ে লক্ষ লক্ষ টাকা দিতে রাজি হয়ে যান প্রতারিতরা। লাগাতার এমন ঘটনা ঘটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে নাগরিকদের সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন। কেন্দ্রের তরফে চলছে সচেতনতা প্রচার।